বাচ্চু ভাই আমাকে নিজ হাতে তৈরি করেছেন: পার্থ বড়ুয়া

জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া শিল্পী হিসেবে গড়ে উঠেছেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের প্রধানপুরুষ আইয়ুব বাচ্চুর হাতে- এমনটিই জানালেন রূপালি গিটারের জাদুকরের মৃত্যুতে।
দ্য ডেইলি স্টারকে তিনি আজ (১৮ অক্টোবর) বলেন, “আমার শিক্ষক ছিলেন বাচ্চু ভাই। আমাকে নিজ হাতে তৈরি করেছেন। গিটার শিখিয়েছিলেন ভালোবেসে।”
শুধু কি তাই? ‘কেনো এই নিঃসঙ্গতা’-র শিল্পী জানান, “বাচ্চু ভাই গান করতে আমাকে ঢাকায় নিয়ে এসেছিলেন। কখনোই ভাবিনি তিনি এভাবে হঠাৎ করে চলে যাবেন। ওনার মতো গিটারিস্ট এদেশে আর আছেন কি না আমার জানা নাই।”
দেশের সংগীতাঙ্গণ বড় সম্পদ হারালো উল্লেখ করে তিনি বলেন, “বাচ্চু ভাইয়ের মতো শিল্পী আর বাংলাদেশে আসবে কি না সন্দেহ আছে।”
Comments