আরও এক সেঞ্চুরিতে ১১ হাজার ছাড়ালেন তুষার
জাতীয় লিগে তুষার ইমরান নামলেই যেন পেয়ে যান সেঞ্চুরি। প্রথম শ্রেণীতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক নিজেকে আরও উচ্চতায় নিয়েছেন। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে পেয়েছেন আরও এক সেঞ্চুরি। তাতে ১১ হাজার ছাড়িয়ে গেছে তার রান।
তুষারের ৩১তম সেঞ্চুরির দিকে রংপুরের সঙ্গে ড্র করেছে খুলনা বিভাগ। আগের দিনের ৫ উইকেট ১৮১ রান নিয়ে নেমে তুষারের সেঞ্চুরি ও জিয়াউর রহমানের ৬৩ রানে ৩৩৪ রানে গিয়ে ইনিংস ঘোষণা করে খুলনা।
৩২৪ রানের ম্যাচ জেতার লক্ষ্য পাওয়া রংপুরের হাতে রান তাড়ায় ছিল না যথেষ্ট সময়। ১ উইকেটে ৯১ তুলতেই শেষ হয়েছে ম্যাচ। তবে তার আগে আলোটা নিজের দিকে কেড়ে নেন তুষার। তৃতীয় দিন শেষে ৬৩ রানে অপরাজিত থকায় আরেকটি সেঞ্চুরির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শেষ দিনে নেমে প্রথম সেশনেই তা তুলে নেন তুষার। ১৭৬ বলে তার ১০৩ রানের ইনিংস থামে ৮ চারে।
তবে তুষারের সেঞ্চুরির ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। দুই ইনিংসেই ৭০ এর উপর রান। সঙ্গে আছে ৫ উইকেট। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার অলরাউন্ড নৈপুণ্যেই হয়েছেন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৩০৪
রংপুর ১ম ইনিংস: ৩১৫
খুলনা ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৮১/৫) ১০০.৪ ওভারে ৩৩৪/৯ ডি. (তুষার ১০৩, জিয়া ৬৩, মেহেদি ৩১, বিশ্বনাথ ৩*, আল আমিন ৯; সাজেদুল ১/৩৩, রবিউল ১/৪২, সাদ্দাম ০/৩১, সঞ্জিত ১/৭৫, শুভ ০/৭৯, মাহমুদুল ৪/২৯, তানবীর ২/২৫)
রংপুর ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৪) ২৩ ওভারে ৯১/১ (জাভেদ ৬৪*, মারুফ ১২, মাহমুদুল ১১*; আল আমিন ১/১৮, সৌম্য ০/১৫, মেহেদি ০/১৮, বিশ্বনাথ ০/১৬, এনামুল ০/১৮, আফিফ ০/২, রবি ০/০)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার
Comments