কনসার্টে বাচ্চুর জন্যে কাঁদলেন জেমস
দেশের কিংবদন্তি ব্যান্ডসংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর সময় তার অন্যতম ঘনিষ্ঠজন ও প্রথিতযশা সংগীতশিল্পী জেমস ছিলেন বরগুনায় একটি উন্নয়ন কনসার্টে।
গতকাল (১৮ অক্টোবর) ঢাকায় যখন সংগীতভক্তদের মধ্যে শোকের গভীর ছায়া তখন জেমস গান করছেন দূরের এক মঞ্চে। গানতো নয় যেনো কান্নার আসর! মঞ্চে উঠে এই ‘নগর বাউল’ ভেজা গলায় বললেন, “আজকের… আজকের এই অনুষ্ঠানটা উৎসর্গ করছি… বাংলাদেশের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুকে।”
“আজকে এই অনুষ্ঠানটা করার একদম ইচ্ছা ছিলো না। কিন্তু, বহু বছর আগের একটা গল্প বলি… তখন আমি আর বাচ্চু ভাই একসঙ্গে আড্ডা মারতাম। তখন আমরা হাসতে হাসতে বললাম, আমাদের এই শিল্পীদের একটা প্রবাদ আছে ইংরেজিতে… যে, অ্যা শো মাস্ট গো অন। তো তাই চেষ্টা করবো…।”
এরপর, তিনি কয়েক মিনিট গিটারে তোলেন বেদনার সুর। ‘কবিতা’ গানের কয়েকটি লাইন ভেঙ্গে ভেঙ্গে গাওয়ার পর দর্শকদের কাছে ১০ মিনিটের জন্যে ছুটি চেয়ে নেমে আসেন মঞ্চ থেকে।
Comments