প্রথম ম্যাচে অনিশ্চিত রুবেল
জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেসার রুবেল হোসেনকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গতকাল। জ্বর কমলেও এখনো পুরোপুরি সেরে না উঠায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। টুকটাক সমস্যা থাকলেও অধিনায়ক মাশরাফি মর্তুজা জানিয়েছেন দলের বাকি সবাই পুরো ফিট।
বাংলাদেশ দলের চোটের মিছিল শুরু হয় এশিয়া কাপ থেকেই। প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে যান তামিম ইকবাল। পুরনো চোটে বাইরে চলে যান সাকিব আল হাসান। পাঁজরের ব্যথা নিয়ে পুরো টুর্নামেন্ট খেলে এসেছেন মুশফিকুর রহিম। অধিনায়কেরও ছিল চোট সমস্যা।
সাকিব-তামিম বাইরে থাকবেন আরও অনেকদিন। বাকি সব এতসব ধকল সয়ে এখন পুরোপুরি সেরে উঠেছেন। অধিনায়ক জানালেন জ্বরে পড়ে কেবল অনিশ্চয়তায় রুবেল, ‘এশিয়া কাপে দলের ওপর দিয়ে অনেক অনিশ্চয়তা গিয়েছে। একেক ম্যাচে একেকজন অসুস্থ হচ্ছিল। দুজন তো ছিটকেই গিয়েছিল। এবার আমরা শুরু থেকেই জানি, ওরা দুজন খেলছেই না। মুশফিক ভালো অনুভব করছে। রুবেল কালকে হাসপাতাল থেকে এসেছে, রিকভারির ব্যাপার আছে। গায়ে জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খেয়েছে। ওর অবস্থা পর্যবেক্ষণ করছেন ফিজিও, শেষ পর্যন্ত কি হয়। এছাড়া সবাই ভালো অবস্থায় আছে।’
দলে চোটের সমস্যা, বিশ্বকাপ সামনে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারও এসেছে সামনে। তবে রুবেল ছাড়া বাকিদের মধ্যে খুব একটা অদল বদল না করার ইঙ্গিত মাশরাফির, ‘রুবেল হাসপাতালে ছিল, এছাড়া সম্ভাব্য সেরা দলটাই গড়তে চাই। যে কোনো সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই নতুন কিছু ক্রিকেটার দলে নেওয়া হয়েছে সামনে বিশ্বকাপকে চিন্তা করে। তাদেরকে দেখে নেওয়ার সুযোগ আছে। একই সঙ্গে ম্যাচ জেতাটাও গুরুত্বপূর্ণ।’
এশিয়া কাপের ফাইনালে উঠার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ক্যাচ নিতে গিয়ে বা হাতের কড়ে আঙুলে চোট পেয়েছিলেন মাশরাফি। ব্যথা ছিল উরুতে। তবে কেবল এক ফরম্যাট খেলায় ওসব ছোটখাট সমস্যা পাত্তা দিতে চান না তিনি, অন্যদের তুলনায় নিজের এই জায়গার তফাৎও মনে করিয়ে দিলেন, ‘আমার ক্ষেত্রে ব্যাপারটা হলো, একটি ফরম্যাটই কেবল খেলি। তো ওভাবেই মানসিক প্রস্তুতি নিতে রাখতে হয়। পরের সিরিজের চিন্তা করলে সবসময়ই এই সিরিজ খেলা গুরুত্বপূর্ণ, এভাবে ভাবতে হয়।’
‘অন্যদের ক্ষেত্রে যেটা হয়, তার সব ফরম্যাট খেলে। কেউ যদি দলে না থাকে, গিয়ে চার দিনের ম্যাচ খেলতে পারে। সেটা তো আমার ক্ষেত্রে হয় না। আমাকে ওয়ানডে ক্রিকেট ও অনুশীলনের ওপরই নির্ভর করতে হয়। আল্লাহর রহমতে এখন ভালোর দিকে আছি।’
Comments