নারায়ণগঞ্জে ৪ যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রত্যেকের মাথায় আঘাত রয়েছে। তবে মাথায় গুলি করা হয়েছে কি না বলেতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের প্রতিটির বয়স ৩০ থেকে ৩৫ এর ভেতরে হতে পারে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় থেকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। লাশের কাছ থেকে দুইটি দেশি পিস্তল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
Comments