জুভেন্টাসের পয়েন্ট খোয়ানোর দিনে রোনালদোর রেকর্ড

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সিরিএতে টানা আটটি ম্যাচে জয় পেয়েছিল তারা। তাদের জয়রথ থামিয়েছে জেনোয়া। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। তবে জুভেন্টাসের পয়েন্ট খোয়ানোর দিনে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সাবেক রিয়াল তারকা।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সিরিএতে টানা আটটি ম্যাচে জয় পেয়েছিল তারা। তাদের জয়রথ থামিয়েছে জেনোয়া। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। তবে জুভেন্টাসের পয়েন্ট খোয়ানোর দিনে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সাবেক রিয়াল তারকা।

ঘরের মাঠে শুরু থেকেই দারুণ খেলতে থাকে জুভেন্টাস। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। কুয়াদরাদোর ক্রসে দারুণ হেড নিয়েছিলেন রোনালদো। ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বলেও ঝাঁপিয়ে পরে দারুণ এক শট নিয়েছিলেন তিনি। তবে লক্ষ্যে থাকেনি।

তবে ১৮ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। গোল পান দলের সেরা তারকা রোনালদো। জোয়াও কানসেলোর শট এক ডিফেন্ডারের পেয়ে লেগে জালে দিকে যেতে থাকলে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইয়োনত রাদু। কিন্তু বিপদমুক্ত করতে না পারায় ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান এ পর্তুগিজ তারকা। লিগে এটা রোনালদোর পঞ্চম গোল। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

পাঁচ মিনিট পর আবার গোল পেতে পারতেন রোনালদো। তবে তার শট ঝাঁপিয়ে পরে ফিরিয়ে দেন গোলরক্ষক। ৩৪ মিনিটে রোনালদোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্যবধান বাড়তে পারতো। আলেক্স সান্দ্রোর গোলমুখে বাড়ানো বলে ঠিকভাবে পা লাগাতে পারেননি মারিও মানজুকিচ। ৫২ মিনিটে পিয়াতেকের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।দুই মিনিট পর ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়ে লক্ষ্যে রাখতে পারেননি জিয়োনা পিয়াতেক।

৬৭ মিনিটে সমতায় ফেরে জিয়োনা। ক্রিস্টিয়ান কাউয়ামের দারুণ ক্রস থেকে ফাঁকায় হেড দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিয়েল বেসা। দুই মিনিট পর আবারও এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। তবে রোনালদোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৪ মিনিটে পিয়ানিচের দূরপাল্লার শটও অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর একবারে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি পাওলো দিবালা। ফলে চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট খোয়াতে হয় জুভেন্টাসকে। নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

Comments

The Daily Star  | English
No hartal and blockade on Sunday

No hartal and blockade on Sunday

BNP has refrained from calling any programmes on Sunday marking International Human Rights Day

3h ago