ইসি শুধুমাত্র জনগণের সেবা করবে, কোনো রাজনৈতিক দলের নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদের সেবা করবে না। তাদের কাজ শুধুমাত্র জনগণের সেবা করা।
আজ সকালে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতায় সিইসি এই কথা বলেন।
সিইসি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য নির্বাচন কমিশনকে কাজ করতে হবে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ইসি ইনস্টিটিউটে আজ সকাল থেকে এই কর্মশালা শুরু হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিইসি কেএম নূরুল হুদা। এই কর্মশালায় কর্মকর্তাদের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ওপরও প্রশিক্ষণ দেওয়া হবে।
সিইসি বলেন, প্রথমবারের মতো এবছর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার কথা বিবেচনা করছে নির্বাচন কমিশনার।
‘সারারাত ধরে ব্যালট পেপার পাহারা দেওয়ার দিন শেষ হয়ে এসেছে। নির্বাচন কমিশনকে ক্রমান্বয়ে ইভিএম ব্যবহারের দিকে অগ্রসর হতে হবে।’
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব কমানোর ওপরও জোর দেন তিনি।
Comments