আপনারা চাইলে পদত্যাগ করতে পারি: মাহাথির
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পদ থেকে আজই ইস্তফা দেওয়া তার জন্য কোনো সমস্যা নয়’।
ইন্টারনেট ভিত্তিক পরিবহন সেবা নিয়ে অসন্তুষ্ট একদল ট্যাক্সি চালকের সঙ্গে বৈঠকে বসেছিলেন মাহাথির মোহাম্মদ। সেখানে তার সামনে থেকেই কয়েক জন বৈঠক ছেড়ে চলে যাওয়ার পর তিনি এ কথা বলেন।
মাহাথির বলেন, সমস্যা সমাধানে তিনি সর্বোত্তম উপায় খুঁজে যাচ্ছেন। কিন্তু তার এ কথার পরই ওই বৈঠকে ট্যাক্সিচালকদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় অন্তত ১০ জন লোক উচ্চস্বরে আপত্তিকর শব্দ ব্যবহার করে কক্ষ থেকে বেরিয়ে যান।
এর দুই মিনিট পর পরিস্থিতি শান্ত হয়ে এলে মাহাথির জানান, প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাদের সাহায্যের চেষ্টা করে যাবেন।
তিনি বলেন, ‘এটি এমন নয় যে, আমি প্রধানমন্ত্রী হতে চেয়েছি। আমি অবসরে গিয়েছিলাম। কিন্তু জনগণই আমাকে ফিরিয়ে এনেছে। সেই কারণেই আমি এসেছি। আপনারা যদি আমাকে প্রধানমন্ত্রী হিসেবে না চান, আজই আমি পদত্যাগ করতে পারি। এটা আমার জন্য কোনো সমস্যাই না।’
মালয়েশিয়াতে ইন্টারনেট ভিত্তিক পরিবহন সেবা ‘গ্র্যাব’ নিয়ে ট্যাক্সি চালকদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। তাদের অভিযোগ, গ্র্যাবের কারণে তাদের কর্মসংস্থানে ধস নেমেছে।
এর আগে, অসন্তুষ্ট ট্যাক্সি চালকরা গত ১৭ অক্টোবর সেদেশের অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন।
Comments