বিশ্বকাপেও স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় বাংলাদেশ

অনেক দিন থেকেই বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা স্পিন বোলিং। তা হোক পুরুষ দল কিংবা নারী। কদিন আগে এশিয়াকাপের মঞ্চে স্পিনেই ভারত-পাকিস্তানের মতো দলকে ঘায়েল করে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্পিন বোলিংই দলের প্রধান শক্তি হবে বলে জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। তার এ কথার সঙ্গে সুর মিলিয়েছেন ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমও।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর থেকে। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিজেদের শক্তি সম্পর্কে জানালেন অধিনায়ক সালমা, ‘আমাদের স্পিনাররা অনেক শক্তিশালী। তাদের ভালো করার সুযোগ আছে। আশা করি সবাই ভালো করবে। যাওয়ার পর উইকেট দেখে বলতে পারব ওখানকার উইকেটে স্পিনার কতোটা কাজে লাগাতে পারব। আশা করি স্পিনারদের দিয়ে কাজ করাতে পারব আমরা।’

বাংলাদেশ নারী দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নাজমুল আবেদিন ফাহিম। বিকেএসপির সাবেক এ কোচ কাছ থেকেই দেখছেন রুমানা, ফাহিমা, খাদিজাদের। আর তাতেই আত্মবিশ্বাসটা বেড়েছে তার, ‘আমাদের স্পিনাররা অনেক পরিপক্ব এখন, এটা একটা ইতিবাচক দিক। কুবরা আছে, রুমানা আছে, আমাদের নাহিদা আছে। এশিয়া কাপে সে আমাদের মূল খেলোয়াড় ছিল। ফাহিমা এই মুহূর্তে দুর্দান্ত লেগস্পিন করছে। গত ম্যাচে দেখলাম ছয়টি বলের মধ্যে ছয়টি বলই সে খুব দারুণভাবে করেছে। স্পিন আক্রমণ বেশ ভাল বলাই যায়।’

প্রশ্ন হচ্ছে উইন্ডিজের কন্ডিশনে স্পিন কতোটা কার্যকর হবে। তবে কন্ডিশন যেমনই হোক, স্পিনাররা ভালো করবেন বলেই আশা করছেন ফাহিম। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের উদাহরণ টেনে বললেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা দেখেছি স্পিনারদের ভূমিকা। এরপরে আয়ারল্যান্ডেও দেখেছি। ওইসব কন্ডিশন আমাদের মতো না, কিন্তু মেয়েরা সেখানে অনেক ভালো করেছে। তাই আমার মনে হয়না যে ওয়েস্ট ইন্ডিজে ওরা এটা করতে পারবেনা। সবসময় উইকেটের বিষয়টি তো আসে না আসলে।’

আর প্রতিপক্ষ দলের অনেক খেলোয়াড়দের স্পিন দুর্বলতাও দেখছেন ফাহিম, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটারের স্পিন খেলার দুর্বলতা আছে। আর আমাদের দলে বেশ কয়েকজন জেনুইন স্পিন উইকেট টেকার আছে। এটা আমরা ভারত বা পাকিস্তানের বিপক্ষেও দেখেছি এশিয়া কাপে।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক উইন্ডিজ। তবে এর আগে আইসিসির নির্দিষ্ট দুটি প্রস্তুতি ম্যাচ ছাড়াও আরও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে সালমা। গায়নায় উইন্ডিজের বয়স ভিত্তিক পুরুষ দলের বিপক্ষে খেলবে তারা।

Comments

The Daily Star  | English
government action against rising crime

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

1h ago