মিয়ানমারের ৫ শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের অভিযোগে দেশটির শক্তিশালী সেনাবাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার।
আজ (২৩ অক্টোবর) এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেনি বলেন, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন অং কিউ জ, মং মং সোই, অং অং, থান উ এবং খিন মং সোই। তিনি জানান, “সেনা কর্মকর্তাদের নির্দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।”
যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পর অস্ট্রেলিয়া মিয়ানমারের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো। অস্ট্রেলিয়ার সরকার জানায় যে তারা মিয়ানমারের একজন লেফটেনেন্ট জেনারেলসহ পাঁচ শীর্ষ সেনা কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত করবে।
নিষেধাজ্ঞার তালিকায় আসা পাঁচ শীর্ষ সেনা কর্মকর্তাদের কেউ কেউ তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে বিভিন্ন খবরে প্রকাশ। তবুও তাদের ওপর অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়।
Comments