সেরে উঠেছেন রুবেল, সামান্য চিন্তা মোস্তাফিজকে নিয়ে
জ্বরের কারণে প্রথম ওয়ানডেতে না খেলা পেসার রুবেল হোসেন সেরে উঠেছেন। চট্টগ্রামে এসে দ্বিতীয় ওয়ানডের অনুশীলনে পুরো রানআপে বলও করেছেন। প্রথম ওয়ানডেতে কনুইতে সামান্য ব্যথা ছিল মোস্তাফিজুর রহমানের। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানিয়েছেন অল্প বিস্তর এসব বাদ দিলে দলের সবাই খেলার মতো ফিট আছেন।
জিম্বাবুয়ে সিরিজের ঠিক আগে জ্বরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রবেল। সিরিজ শুরুর আগের দিন ছাড়া পান হাসপাতাল থেকে। জ্বর কমলেও প্রথম ম্যাচে তাই তার নামার অবস্থা ছিল না। দ্বিতীয় ওয়ানডের আগে আরও বিশ্রাম পেয়ে পুরো সেরে উঠেছেন তিনি। অধিনায়কই জানালেন রুবেলের হালনাগাদ, ‘ওর শরীরটা খারাপ ছিল। আস্তে আস্তে ফিরেছে। ভালো অবস্থায় আসছে। আজ নেটে ফুল রান আপে বোলিংও করেছে।’
প্রথম ম্যাচ খেললেও মোস্তাফিজ বল করেননি পুরো ১০ ওভার। কনুইতে নাকি ব্যথা পাওয়ায় নিজে থেকেই বল করতে অপারগ ছিলেন তিনি। তখনও দলও অনায়াসে জেতার মতো অবস্থায় থাকায় তাকে দিয়ে আর বল করানো হয়নি, ‘কোটা ফুল করা গুরুত্বপূর্ণ না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ প্রথমত। মোস্তাফিজের কনুইতে একটু ব্যথা আছে। ও নিজে অভিযোগ করছিল। নিজে বলছিল যে ব্যথা অনুভব হচ্ছে। বল করতে চাচ্ছিল না। তাই ওকে ব্রেক দেওয়া। বিশেষ করে বোলার যখন নিজে ফিল করে যে পারছে না আজ বোলিংও করেছে। একটু পর ফিজিও রিপোর্টও দেবে।’
ওয়ানডে দলে থাকাতের মধ্যে যারা টেস্টেও থাকবেন তাদের নিয়ে একটু সতর্ক হয়ে হাঁটার কথা ভাবছে দল, ‘আমাদেরকেও খেয়াল রাখতে হয় যেন পরপর সিরিজ আসছে..টেস্ট ম্যাচও আসছে। যারা টেস্ট খেলবে তাদের ওপর যেন চাপ না আসে, যদি আমরা ম্যাচ জেতার দিকে থাকি। এসব জিনিস চিন্তার মধ্যে থাকে।’
Comments