সুস্থ হয়ে উঠছেন ফরিদুর রেজা সাগর
রাজশাহীতে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সুস্থ্ হয়ে উঠছেন। বর্তমানে সিঙ্গাপুরে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
গত ১১ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল।
ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু সিঙ্গাপুর থেকে টেলিফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, সাগরের কোমরের হাড় ভেঙ্গে গিয়েছিল। সফলভাবে চিকিৎসকরা অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। আঘাত গুরুতর হলেও, অপারেশনের পর তিনি সুস্থ হয়ে উঠছেন। ফিজিওথেরাপিস্ট নিয়মিত পরিচর্যা করছেন। প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে। ধারণা করছি আগামী চার পাঁচ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দিবে। তবে আমরা হয়ত আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকব।পরিপূর্ণ সুস্থ হয়ে সাগর আবার তার কর্মক্ষেত্র চ্যানেল আইতে ফিরে আসবেন।’
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে ফরিদুর রেজা সাগরের সঙ্গে সংগীত শিল্পী ফেরদৌস আরা ও ফারজানা ব্রাউনিয়াসহ মোট ছয় জন আরোহী ছিলেন। পরে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে রাজশাহী থেকে ঢাকায় আসেন তারা। পরদিন ফরিদুর রেজা সাগরকে একটি এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
Comments