খালেদার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ (২৪ অক্টোবর) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর নীচতলায় স্থানান্তরিত করা হয়েছে।
সকালে দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক আব্দুল জলিল চৌধুরী।
এর আগে, হাসপাতালের ছয় তলার একটি কক্ষে ছিলেন খালেদা জিয়া। বর্তমানে তাকে নীচতলার একটি কেবিনে রাখা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন তিনি।
চিকিৎসক জলিল চৌধুরী বলেন, ‘‘এটি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। অন্যান্য পরীক্ষার পাশাপাশি আজ তাকে এক্সরেও করানো হবে।”
ফেব্রুয়ারি থেকেই কারাগারে
একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
শুরু থেকেই তার বিরুদ্ধে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলীয় নেতাদের অভিযোগ, আগামী নির্বাচনে খালেদার উপস্থিতি রোধেই তাকে কারাগারে রেখেছে সরকার।
কারাগারে খালেদাকে দেখতে গিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক জানান যে, তিনি গত ৫ জুন ‘মাইল্ড স্ট্রোকে’ আক্রান্ত হয়েছিলেন। এর আগে, গত এপ্রিলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল।
এসব কাণ্ডের পর গত ৬ অক্টোবর খালেদাকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
Comments