তৃতীয় ওয়ানডের দলে সৌম্য সরকার

Soumya Sarkar
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন এশিয়া কাপের পর বাদ পড়া ব্যাটসম্যান সৌম্য সরকার। সৌম্য দলে এলেও বর্তমান স্কোয়াড থেকে কেউ বাদ পড়ছেন না। তাই দল হয়ে যাচ্ছে ১৬ জনের।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সৌম্যের দলে আসার খবর নিশ্চিত করেছেন। জাতীয় লিগের ম্যাচ খেলতে বর্তমানে খুলনায় আছেন সৌম্য। প্রথম ইনিংসে ৬৬ রান করেছেন তিনি। তবে ম্যাচের মাঝখানেই তাকে চট্টগ্রাম আসতে হচ্ছে। সৌম্যের জায়গায় জাতীয় লিগের ওই ম্যাচে বদলি হিসেবে নামছেন রবিউল ইসলাম রবি।

ছন্দ হারিয়ে ফেলার পর দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন সৌম্য। সর্বশেষ এশিয়া কাপের দলে মাঝপথে যোগ দেওয়ার পর খেলেছিলেন দুই ম্যাচ। এক ম্যাচে রান না পেলেও বল হাতে রেখেছিলেন অবদান। ফাইনালে ভারতের বিপক্ষে বিপর্যয়ের মধ্যে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। তবে তা যথেষ্ট মনে হয়নি নির্বাচকদের কাছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের জন্যই দেওয়া ১৫ জনের দলে ছিলেন না এই ব্যাটসম্যান।

এই সময়ে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে দুই ইনিংসেই করে ৭০ এর বেশি রান, বল হাতে নেন ৫ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেন অপরাজিত সেঞ্চুরি। সেই সেঞ্চুরি মাঠে বসে দেখে প্রধান নির্বাচক বলেছিলেন ছন্দে ফেরা এই ব্যাটসম্যানকে অতিসত্বর দেখা যেতে পারে জাতীয় দলে। সেই কথার রেশ থাকতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপথে দলে এলেন তিনি।

 

 

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

11m ago