বরিশাল সিটি নির্বাচন

ইভিএম জটিলতায় ১ কেন্দ্রে ৩০ মিনিট ভোট বন্ধ, ফিরে গেছেন অনেকে

বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ইভিএম জটিলতায় প্রায় ৩০ মিনিট ভোট বন্ধ ছিল।
বরিশালে পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভিড়। ছবি: পলাশ খান/স্টার

বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ইভিএম জটিলতায় প্রায় ৩০ মিনিট ভোট বন্ধ ছিল।

পাশাপাশি ফিঙ্গার প্রিন্টের ক্রস ম্যাচিং করতে গিয়ে ভোট প্রক্রিয়া ধীরগতিতে চলছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা।

দীর্ঘ লাইনে প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করে ভোট না দিয়ে ফিরে গেছেন কয়েকজন।

ভোট দিতে আসা রেনু বালা (৪৮) দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সকাল ৮টার দিকে ভোটকেন্দ্রে এসে সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। কিন্তু দীর্ঘ লাইনের কারণে ভোট দিতে পারিনি।'

শরীর ভালো থাকলে তিনি বিকেলে আবার আসবেন বলে জানান।

একই কথা জানিয়েছেন মো. ইব্রাহিম (৪৫), মোতালেব রহমান (৪৮), মো. ইউনুস (৪২) এবং আরও কয়েকজন। প্রায় ২ ঘণ্টা রূপাতলী জাগুয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে লাইনে অপেক্ষা করে ভোট না দিয়েই ফিরে গেছেন তারা।গ

পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা গেছে একই দৃশ্য।

এসব ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রয়েছে। এসব ভোটকেন্দ্রের ইভিএমে সংযোগ পেতে কিছুটা সময় লেগেছে।

তবে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, ৩০ মিনিট পর সমস্যার সমাধান হয়েছে। আঙ্গুলের ছাপের ক্রস ম্যাচিং করতে গিয়ে ভোট প্রক্রিয়া ধীরগতিতে চলছে বলে জানান তারা।

তবে কিছু ভোটার, বিশেষ করে যাদের বয়স ৫০ এর বেশি তাদের কাছে ইভিএমে ভোট দেওয়ার প্রক্রিয়াটি জটিল বলে মনে হচ্ছে।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আসা ২৪ নম্বর ওয়ার্ডের ভোটার বাবুল পাটোয়ারী (৫৫) বলেন, 'শুরুতে ভোট দিতে গিয়ে অসুবিধায় পড়ি। আমি বুথের কর্মকর্তাদের কাছে সাহায্য চেয়েছিলাম। পরে আমি তাদের সাহায্যে ভোট দিতে পেরেছি।'

ইভিএমে ভোটের প্রক্রিয়াটি জটিল বলে উল্লেখ করেছেন তিনি। আরও বেশ কয়েকজন ভোটারও একই কথা বলেছেন।

Comments