ইভিএমে হাতপাখায় ভোট দিলে নৌকায় চলে যাচ্ছে: অভিযোগ আউয়ালের

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল কবির বলেন, ‘তার অভিযোগ সত্য নয়। ইভিএমে এ ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই।’

খুলনা সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় ভোট দিলে নৌকায় চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল।

তবে ইভিএমে এ ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সেখানকার প্রিজাইডিং অফিসার।

তিনি বলেন, 'আমাদের পোলিং এজেন্টদের কাছ থেকে জানতে পেরেছি, খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডের স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট চলে যাচ্ছে।'

আজ সোমবার সকালে পশ্চিম বানিয়াখামার এলাকার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা কেন্দ্রে ভোটদান শেষে এ কথা জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'তার অভিযোগ সত্য নয়। ইভিএমে এ ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই।'

ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ভোটাররা দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতীকে প্রেস করলে ইভিএমের পর্দায় সেই প্রতীক বড় হয়ে দেখা যায়।'

সোমবার সকালে ভোটদান শেষে সাংবাদিকদের আউয়াল বলেন, 'কিছু কেন্দ্রে ইভিএম নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে ভোট গ্রহণের গতি কমে গেছে। তবে সমস্যা অবিলম্বে সমাধান করা হলে এর কোনো বড় প্রভাব পড়বে না।'

অবশ্য তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানে কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

বিজয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে আবদুল আউয়াল বলেন, 'নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো এবং শেষ পর্যন্ত সুষ্ঠু হলে ফল মেনে নেব। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমিই বিজয়ী হব।'

Comments