কাকরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৩ সাংবাদিক আহত

আহত তিন সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের সময় আহত সাংবাদিক রাফসান জানি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ছবি: স্টার

কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় অন্তত তিন সাংবাদিক আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় বিএনপিকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

আহত তিন সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, দৈনিক ইনকিলাবের ফটোগ্রাফার মো. মাসুম। আহত আরেক সাংবাদিকের নাম জানা যায়নি।

রাফসান গুরুতর আহত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত রাফসান সাংবাদিকদের বলেন, 'বিএনপিকর্মীরা লাঠিসোঁটা ও গাছের ডাল দিয়ে তার ওপর হামলা করে।'

তিনি বলেন, 'নাইটিংগেল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপির কয়েকজন আমার ওপর হামলা চালায়। আমি তাদের পুলিশের ওপরও হামলা চালাতে দেখেছি। আমি সাংবাদিক বুঝতে পেরে তারা আমার ওপর হামলা চালায়।'

এদিকে নয়াপল্টনে সংঘর্ষের সময় আহত হয়ে চিকিৎসা নিতে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিএনপির এক সমর্থককে আটক করেছে পুলিশ।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা রফিকুলকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: স্টার

আটক রফিকুল ইসলাম একজন হকার। তিনি নারায়ণগঞ্জ থেকে বিএনপির জনসভায় যোগ দিতে ঢাকায় এসেছেন বলে জানান।

রফিকুলকে বলতে শোনা যায়, 'আমি নির্দোষ। আমার চিকিৎসা নিতে হবে। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি একজন হকার।'

কিন্তু পুলিশ তাকে জোর করে মেডিকেল কলেজ থেকে আটক করে নিয়ে যায়।

 

Comments