সাকিবের যুক্তি মানছে না বিসিবি

BETWINNER  Shakib Al Hasan

অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজ পোর্টালের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। কিন্তু জুয়া সম্পর্কিত কোনোকিছুর সঙ্গে যুক্ত হওয়া বিসিবির নিয়মনীতি ও দেশের আইনের বিরোধী। যদিও সাকিব বলেছেন যে তিনি সরাসরি জুয়ার সাইটের সঙ্গে চুক্তি করেননি, তার এই যুক্তি মানছে না দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

মাদক, জুয়া ইত্যাদি সম্পর্কিত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই বিসিবির। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও একই নিয়ম অনুসরণের বাধ্যবাধকতা আছে। তাই বাংলাদেশের শীর্ষ তারকা সাকিবের চুক্তির বিপরীতে শক্ত অবস্থানে রয়েছে বোর্ড।

বেটউইনার নিউজ পোর্টালের সঙ্গে জুয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন সাকিব। সাইটটিতে ঢুকলেও দেখা যায় লাল রঙের অক্ষরে লেখা নির্দেশনা, 'সতর্কতা! সন্দেহ এড়াতে জানানো হচ্ছে, এই সাইটের সঙ্গে কোনো ধরনের বাজি বা জুয়া কার্যক্রমের সম্পর্ক নেই! এটা শুধু ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল! শীঘ্রই ম্যাচ সম্প্রচারের পাশাপাশি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আমাদের প্ল্যাটফর্মে থাকবে! আপনি যদি বাজি বা জুয়া খেলার সুযোগ খুঁজতে এই সাইটটি পরিদর্শন করেন, দয়া করে, এখনই বেরিয়ে যান! বোঝার জন্য ধন্যবাদ।' তবে কোনো নিউজ পোর্টালে এমন নির্দেশনা থাকা বিরল।

সোমবার মিরপুরে সাংবাদিকদের কাছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, সাকিবের যুক্তি না মেনে ইস্যুটি দ্রুত সমাধান করতে চায় বিসিবি, 'আমি আপনার সঙ্গে একমত। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সে-ও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক, অজান্তে হোক কিংবা ভুলে, আমরা তাকে বলেছি...এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি, দ্রুত সমাধান করে ফেলব।'

সাকিবের সঙ্গে আলাপ-আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি, 'একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে যোগাযোগ হয়েছে। এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সঙ্গে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।'

জুয়া সংক্রান্ত বিষয়ে কোনো ছাড় না দেওয়ায় নিজেদের কঠোর অবস্থান ফের স্পষ্ট করেছেন জালাল, 'আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।'

চুক্তি বাতিল করলে সাকিবকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বা জরিমানা গুণতে হতে পারে। তবে সেটা নিয়ে এখনই মাথা ঘামাতে চাইছেন না বিসিবির এই প্রভাবশালী কর্মকর্তা, 'আমরা সেভাবে চিন্তা করিনি। সাকিবও আমাদের কাছে বিষয়টা নিয়ে অ্যাপ্রোচ করেনি। আগে সমস্যাটা সমাধান করি। এরপর দেখা যাক।'

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

4h ago