মুম্বাইর প্রধান কোচের পদ ছেড়ে আরও বড় দায়িত্বে জয়াবর্ধনে

Mahela Jayawardene

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মাহেলা জয়াবর্ধনে। তবে সাবেক এই লঙ্কান ক্রিকেটারকে আরও বড় দায়িত্বে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন থেকে গ্লোভাল পারফরম্যান্স প্রধান হিসেবে কাজ করবেন তিনি। কাজ করবেন ইন্ডিয়ান্সের মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে দুটি দলে।

আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আমিরাত ও দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ। আমিরাতের লিগে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এমিরেটস ও দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স এমআই) কেপটাউন নামে দুটি দল কিনেছে মুকেশ আম্বানির গ্রুপ। তিনটি দলেরই ভার থাকছে জয়াবর্ধনের উপর।

জয়াবর্ধনে প্রধান কোচ না থাকায় এই পদে এখনো কাউকে নিয়োগ দেয়নি আইপিএলের সফলতম দল। পেসার জহির খানকে দেওয়া হয়েছে ক্রিকেট অপারেশন্সের পদ।

আমিরাত ও দক্ষিণ আফ্রিকার দুটি দল ও আইপিএলের দল মিলিয়ে বিশাল কর্মযজ্ঞে জয়াবর্ধনেই যোগ্য ব্যক্তি মনে করেছে মালিকপক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটে জয়াবর্ধনের বিস্তর অভিজ্ঞতা ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সফল কোচিং ক্যারিয়ার মিলে এই দায়িত্ব পেলেন তিনি।

আইপিএলে স্টিভেন ফ্লেমিংয়ের পর দ্বিতীয় সফলতম কোচ জয়াবর্ধনে। ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের হয়ে চারটি শিরোপা জয়ে কোচ ছিলেন। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর জয়াবর্ধনের অধীনে তিনবার আইপিএল শিরোপা জেতে মুম্বাই।

আইপিএলের সফল দল মুম্বাই অবশ্য গত মৌসুমে ছিল বাজে ছন্দে। ১৪ ম্যাচ খেলে তারা জিততে পেরেছিল স্রেফ চার ম্যাচ। আসছে আসরে মুম্বাইর সামনে তাই নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হয়ত নতুন কোচের অধীনে খেলতে হবে রোহিত শর্মাদের।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

12h ago