বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ, চমক শান্ত
অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজও খেলবে এই দল। অনেক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। তবে অনেকটা চমক হিসেবে দলে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
অনেক দিন থেকেই ছন্দে না থাকায় মাহমুদউল্লাহকে বিবেচনা করা হয়নি বিশ্বকাপ দলে। যদিও বাউন্সি উইকেটে ভালো খেলতে পারার সুনামও রয়েছে তার। অস্ট্রেলিয়ার মাঠে কখনো টি-টোয়েন্টি না খেললেও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলে ৩৫.২০ গড়ে করেছেন ১৭৬ রান। রয়েছে একটি সেঞ্চুরিও। প্রায় একই ধরণের কন্ডিশনের নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ডেও তার পারফরম্যান্স ঈর্ষনীয়। কিন্তু শেষ পর্যন্ত দলে নেওয়া হয়নি সাবেক অধিনায়ককে।
ইনজুরি কাটিয়ে প্রত্যাশিতভাবে ফিরেছেন লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি। জিম্বাবুয়ে সিরিজে সোহান এবং লিটন ইনজুরিতে পড়েছিলেন। যে কারণে খেলতে পারেননি এশিয়া কাপেও। এশিয়া কাপে যাওয়া আগে অনুশীলনে চোট পেয়েছিলেন হাসান। এশিয়া কাপে খেলতে পারেননি তিনিও। তবে ফিটনেস ফিরে পাওয়ায় ফিরেছেন তারা।
ইয়াসির আলী অবশ্য গত দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়েন। প্রায় ৫ মাস পর দলে ফিরলেন এই ব্যাটার। নাজমুল হোসেন শান্তর ফেরাটা কিছুটা চমকই বটে। কারণ সাম্প্রতিক সময়ে বলার মতো তেমন কিছুই করেননি তিনি। তারপরও তার উপরই আস্থা রেখেছে বাংলাদেশ। ওপেনার হিসেবে আলোচনায় ছিলেন সৌম্য সরকার। কিন্তু সুযোগ মিলেনি তার। তবে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে।
এছাড়া মাহমুদউল্লাহর সঙ্গে বাদ পড়েছেন শেখ মাহাদি হাসান। এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। তার সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে আছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া এ সিরিজে আরেক প্রতিপক্ষ পাকিস্তান। অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখেই প্রস্তুতি নিতে এ সিরিজের আয়োজন। সিরিজ শেষে টাইগাররা সরাসরি চলে যাবে অস্ট্রেলিয়াতে। সেখানে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
২৪ অক্টোবর থেকে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বাছাই পর্বের 'এ' গ্রুপ থেকে পেরিয়ে আসা রানার্সআপ দলের মুখোমুখি হবে সাকিবের দল। ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। শেষ দুটি ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন শান্ত।
স্টান্ড বাই:
শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান ও সৌম্য সরকার।
Comments