ক্রিকেট

মাহমুদউল্লাহকে ধোনির সঙ্গে তুলনা শ্রীরামের

পক্ষে বিপক্ষে অনেক আলোচনাই ছিল মাহমুদউল্লাহকে নিয়ে। কেউবা তার সাম্প্রতিক ফর্ম বিচারে দলে রাখতে নারাজ। আবার কেউবা বাউন্সি উইকেটে ভালো খেলার সামর্থ্যের কথা ভেবেছেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে বাদই দেওয়া হলো তাকে। আর কেন দিয়েছেন তার ব্যাখ্যা করতে গিয়ে মাহমুদউল্লাহকে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সংস্করণের 'টেকনিক্যাল কনসালট্যান্ট' শ্রীধরন শ্রীরাম।

পক্ষে বিপক্ষে অনেক আলোচনাই ছিল মাহমুদউল্লাহকে নিয়ে। কেউবা তার সাম্প্রতিক ফর্ম বিচারে দলে রাখতে নারাজ। আবার কেউবা বাউন্সি উইকেটে ভালো খেলার সামর্থ্যের কথা ভেবেছেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে বাদই দেওয়া হলো তাকে। আর কেন দিয়েছেন তার ব্যাখ্যা করতে গিয়ে মাহমুদউল্লাহকে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সংস্করণের 'টেকনিক্যাল কনসালট্যান্ট' শ্রীধরন শ্রীরাম।

অনেক দিন থেকেই বাংলাদেশ জাতীয় দলে ফিনিশারের ভূমিকা পালন করে আসছিলেন মাহমুদউল্লাহ। যেমনটা ভারতের হয়ে একসময় করতেন ধোনি। ব্যাটিং অর্ডারে আবার দুই জনের পজিশনও ছিল একই। দলের হয়ে সাধারণত ছয় নম্বরে নামতেন তারা। বয়সের কারণে দারুণ সফল ধোনিকে ছাড়তে হয়েছে ভারত দল থেকে। ঠিক তেমনি এবার মাহমুদউল্লাহর বিদায় ঘণ্টাও বাজতে চলল বলে।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীরাম বলেন, 'আমি মনে করি আমাদের ক্রিকেট দলের একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকা প্রয়োজন। দলে ভূমিকা রাখার ক্ষেত্রে আমি সবসময় মাহমুদউল্লাহকে এমএস ধোনির সমান ভাবি। ভারতের হয়ে ধোনির মতোই সে ৬ নম্বরে ব্যাট করেছে। সে অনেক ম্যাচ ফিনিশিং দিয়েছে। ধোনি তো আর চিরকাল দলের সঙ্গে থাকতে পারে না, তাই না?'

মূলত সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। যদিও আগের দিন তাকে মাঠে বিদায় নেওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদি-কিন্তুতে তাই তাকে ভাবতে হয়েছিল নির্বাচকদের। কিন্তু শেষ পর্যন্ত ৩৬ বছর বয়সী এ ক্রিকেটারকে আর বিবেচনা করা হয়নি। ইনজুরি থেকে ফিরে আসা ইয়াসির আলী রাব্বিকে নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে।

মাহমুদউল্লাহর বিকল্প খোঁজার এখনই সঠিক সময় বলে মনে করেন বাংলাদেশ দলের এ টেকনিক্যাল কনসালট্যান্ট, 'কার পর কে আসবে তার জন্য আপনার অবশ্যই একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হবে। আমার মনে হয় এখনই সঠিক সময় মাহমুদউল্লাহর জায়গা পূরণ করতে পারে এমন কাউকে ভাবার। আপনার কাউকে দরকার। যতক্ষণ না আমরা সেই ভূমিকায় অন্য খেলোয়াড়দের খেলাতে শুরু করি, ততোক্ষণ আমরা তাদের খুঁজে পাব না।'

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

1h ago