ব্যাটিংয়ে ব্যর্থ, বোলিংয়ে গড়পড়তা সাকিব

বৃহস্পতিবার সিপিএলে সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াসকে ১২ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র।  ব্যাট হাতে প্রথম বলেই আউট হন সাকিব। পরে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে তিনি পান  ১ উইকেট।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নেমে প্রথম ম্যাচে ভালো করতে পারলেন না সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আউট হন প্রথম বলেই। বোলিংয়ে ১ উইকেট পেলেও ছিলেন গড়পড়তা। তবে সাকিবের মলিন দিনে জিতেছে তার দল।

বৃহস্পতিবার সিপিএলে সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াসকে ১২ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র।  ব্যাট হাতে প্রথম বলেই আউট হন সাকিব। পরে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে তিনি পান  ১ উইকেট।

সিপিএলে এর আগে  বারবাডোজ ট্রাইডেন্টস ও জ্যামাইকা তালাওয়াহসে খেলেছেন সাকিব। গায়ানার হয়ে এদিন ছিল তার অভিষেক। দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি চলে যাওয়ায় তার বদলি হিসেবে নামেন সাকিব।

টস হেরে ব্যাট করে গিয়ে রাহমানুল্লাহ গুরবাজকে দ্বিতীয় ওভারেই হারায় গায়ানা। তিনিও পান গোল্ডেন ডাক। চতুর্থ ওভারে ফেরেন চন্দরপল হেমরাজ। চারে ব্যাট করতে পাঠানো হয় সাকিবকে। পাকিস্তানি ইমাদ ওয়াসিমের প্রথম বলে এলবিডব্লিউ হয়ে যান বাংলাদেশের তারকা।

শেই হোপের ৪৫ বলে ৬০ ও ওডেন স্মিথের ১৬  বলে ৪২ রানে ১৭৮ রানের পুঁজি পায় গায়ানা। জবাবে ব্র্যান্ডন কিং সেঞ্চুরি করলেও ১৬৬ রানের বেশি করতে পারেনি তালাওয়াস। সাকিব বল করতে এসেছিলেন দ্বিতীয় ওভারে। তার প্রথম বলেই ছক্কা মারেন কেনার লুইস। ষষ্ঠ ওভারে আবার বল করতে এসে খান চার-ছয়।

নিজের তৃতীয় ওভারেও ছক্কা হজম করেন সাকিব। ৩ ওভার শেষে দিয়েছিলেন ২৮ রান। শেষ ওভারটিতে পুষান ভালোভাবে। ফ্যাবিয়ান অ্যালানকে আউট করে মাত্র ২ রান দেন এই বাঁহাতি।

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

2h ago