ভারত সফরে বিসিবি একাদশে মুমিনুল, তাইজুল
ভারতের চেন্নাইতে বিসিবি একাদশের হয়ে খেলতে যাচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, দলে আছেন টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম। রাখা হয়েছে মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়দের।
তামিল নাড়ু রাজ্য দলের বিপক্ষে দুটি চারদিন ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বিসিবি একাদশ। বুধবার মোহাম্মদ মিঠনকে অধিনায়ক করে চারদিন ও একদিনের সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
এই মাসে দুবাইতে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল 'এ' দলের। কিন্তু আফগানিস্তান সিরিজটি স্থগিত করে দেওয়ায় বিকল্প খুঁজে নেয় বিসিবি।
টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের লম্বা সময় আন্তর্জাতিক খেলা না থাকায় মূলত নেওয়া হয়েছে এই উদ্যোগ। আসছে ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন মুমিনুলরা।
৮ অক্টোবর চেন্নাইতে খেলতে রওয়ানা হবে বিসিবি একাদশ। ১২ অক্টোবর এম চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ১৯ অক্টোবর থেকে শুরু হবে পরের ম্যাচ। একদিনের ম্যাচগুলো হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।
একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
Comments