ফিরলেন সাকিব-শান্ত, ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ফের বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ফিরেছেন ক্লান্তির কারণে প্রথম ম্যাচে না থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও। অনেক পরিবর্তনের এ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে টাইগাররা।
এছাড়া ফিরেছেন পেসার শরিফুল ইসলামও। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচে বেদম মার খেয়েছিলেন মোস্তাফিজ। সাব্বির রহমান সুযোগ পাওয়ার পর থেকে নিয়মিত খেলে এখন পর্যন্ত কিছুই করতে পারেননি। তাই তাদের বাদ পড়া অনেকটা প্রত্যাশিতই ছিল।
ভ্রমণ ক্লান্তির কারণে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি সাকিব। ভিসা জটিলতায় সিপিএল খেলে নিউজিল্যান্ডে পৌঁছাতে দেরি হয়ে যায় তার। শান্ত গত আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিলেন টাইগারদের হয়ে।
একটি পরিবর্তন রয়েছে নিউজিল্যান্ডের একাদশেও। ব্লেয়ার টিকনারের জায়গায় অ্যাডাম মিলনেকে ফিরিয়ে এনেছে দলটি।
এর আগে এ দুটি দলের সঙ্গে লড়াই করে দুটি ম্যাচেই জিতেছে পাকিস্তান। ফলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। ফাইনালে জায়গা করে নিতে হলে দুই পরাজিত দলের জন্য এ ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালান, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
Comments