দুই বদল নিয়ে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠার আশা নিভে গেছে আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে তাই আরও কিছু বিষয় খতিয়ে দেখার মিশন বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।
আগের ম্যাচের একাদশ থেকে বদল আনা হয়েছে দুটি। মোসাদ্দেক হোসেন ও ইবাদত হোসেনের বদলে খেলছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো মনে হওয়ায় আগে ব্যাটিং বেছে নিয়েছেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান টস জিতলে তারা আগে বলই করতেন, কারণ উইকেটে থাকা ঘাস শুরুতে পেসারদের দিবে সুবিধা।
টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচেই একপেশে লড়াইয়ে হারে বাংলাদেশ, ছিটকে যায় ফাইনালের লড়াই থেকে। তবে বিশ্বকাপের প্রস্তুতির বিষয় সামনে থাকায় শেষ ম্যাচটাও ভীষণ গুরুত্বপূর্ণ। বড় মঞ্চে নামার আগে আদর্শ সমন্বয় খুঁজে নেওয়ার চিন্তায় প্রতি ম্যাচেই আসছে রদ বদল। এই ম্যাচে আবার নতুন সমন্বয় পরখ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।
Comments