জাতীয় লিগে জিতল রাজশাহী-বরিশাল-সিলেট
জাতীয় ক্রিকেট লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগ। সাভারে প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট বিভাগ। কক্সবাজারে দ্বিতীয় স্তরের ম্যাচে খুলনা বিভাগকে ৭১ রানে হারায় বরিশাল বিভাগ। চট্টগ্রামে দ্বিতীয় স্তরের অপর ম্যাচে রাজশাহী বিভাগকে ১০ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো।
বিকেএসপিতে ঢাকা বিভাগের দেওয়া ২১৮ রানের লক্ষ্যে আগের দিনই ৩ উইকেটে ১১০ তুলেছিল সিলেট। এদিন আরও তিনটি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা। ইমতিয়াজ হোসেন ৫১ রানের ইনিংস খেলেন। জাকের আলী মাত্র ৪৬ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া জাকির হাসান ৩৮ রান করেন। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুমন খান ও তাইবুর রহমান।
কক্সবাজারে বরিশালের দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৬ রানে গুটিয়ে যায় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। এনামুল হক করেন ৩৩ রান। এছাড়া ২৪ রান আসে শেখ মেহেদী হাসানের ব্যাট থেকে। বরিশালের পক্ষে তানভির ইসলাম ৪টি ও মইন খান ৩টি উইকেট নেন।
এর আগে ৪ উইকেটে ১৯৫ রান নিয়ে ব্যাট করতে নামা বরিশাল এদিন আর মাত্র ১৭ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় দলটি। সোহাগ গাজী সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন। মোহাম্মদ আশরাফুল করেন ৫৫ রান। খুলনার পক্ষে ৫টি উইকেট নেন টিপু সুলতান।
চট্টগ্রামে ব্যাটিং ব্যর্থতায় রাজশাহী বিভাগকে মাত্র ৩৭ রানের লক্ষ্য দিতে পারে ঢাকা মেট্রো। যা হেসেখেলেই তুলে নেয় রাজশাহীর দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি (২০*) ও জহুরুল ইসলাম (১৬*)।
এর আগে গতকালের ৪ উইকেটে ১৯১ রান নিয়ে ব্যাট করতে নেমে শেষ ছয় উইকেট হারিয়ে আর ৭৭ রান যোগ করতে পারে ঢাকা মেট্রো। ফলে ২৬৮ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। ৫৯ রান করেন জাহিদুজ্জামান। ২৯ রান আসে রাকিবুল হাসানের ব্যাট থেকে। রাজশাহীর পক্ষে ৬টি উইকেট নেন তাইজুল ইসলাম। ২টি শিকার ফরহাদ রেজার।
Comments