পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত

টাইগারদের বিপক্ষে খেলতে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসছে দলটি। কেবল হার্দিক পান্ডিয়া ও সুরিয়াকুমার যাদবকে বিশ্রামে রেখেছে তারা।

তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সেই সফরের দুই ফরম্যাটের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই টাইগারদের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আদায় করে নিতে স্কোয়াডের শক্তিমত্তায় কোন আপোষ করেনি ভারত। নেতৃত্বের ভার থাকছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার কাঁধেই।

অথচ নিউজিল্যান্ড সফরে দলের সেরা তিন তারকা ক্রিকেটার কোহলি, রোহিত ও লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সফরে খেলবেন তারা তিনজনই। তবে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। রাখা হয়নি ভুবনেশ্বর কুমার ও সুরিয়াকুমার যাদবকে।

ইনজুরি কাটিয়ে ফিরছেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপে চোট পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন এ অলরাউন্ডার। দলে আছেন মোহাম্মদ শামিও।

ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৫ সালে। সেবার মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার বেশ ভুগিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের। একমাত্র টেস্ট ড্র হলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল মাহেন্দ্র সিং ধোনির দল।

আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৭ ও ১০ ডিসেম্বর। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি শুরু হবে ১৪ ডিসেম্বর। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলার পর ফের ঢাকায় আসবে সিরিজ। ২২ ডিসেম্বর মিরপুরে হবে শেষ টেস্ট। এক তারিখ বাংলাদেশ আসবেন রোহিত শর্মারা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার কয়েকদিন পরই নিউজিল্যান্ডে উড়াল দেবে ভারত দল। কিউইদের বিপক্ষে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওডিআই খেলবে তারা। সেই সিরিজ শেষ করে বাংলাদেশে আসবে রোহিত বাহিনী।

ওয়ানডে সিরিজের ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার ও যশ দয়াল।

টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago