ইমরানের উপর হামলার পর পাকিস্তানে সফর নিয়ে দুশ্চিন্তায় উড
পাকিস্তানে সন্ত্রাসী হামলা নতুন কিছু নয়। ২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসে এক হামলার জেরে দীর্ঘদিন দেশটিতে আলোর মুখ দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট। এবার বিশ্বকাপজয়ী পাকিস্তানি ক্রিকেট তারকা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট বাধাগ্রস্ত হতে পারে দেশটিতে। এমন পরিস্থিতিতে আবার পাকিস্তান যাওয়া নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়েছেন ইংল্যান্ড পেসার মার্ক উড।
গত সেপ্টেম্বরেই পাকিস্তানের মাটিতে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছেন মঈন আলি, আদিল রশিদরা। সেই দলের সঙ্গী হয়েছিলেন উডও। পাকিস্তানিদের নিরাপত্তা ও আতিথেয়তায় সেবার সন্তুষ্ট হয়েছিল ইংল্যান্ড দল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ভিন্ন, তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরানের ওপর হামলার ঘটনায় এখন বেশ উত্তপ্ত পাকিস্তান। চলতি মাসের শেষেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। আর সেখানেই ভয় উডের।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে শুক্রবার এই পেসার বলেন, 'যে নিরাপত্তা আমরা সেবার পেয়েছিলাম ও যা কিছু দেখেছি শুধু তার প্রেক্ষিতে বলতে পারি এটা দারুণ ছিল। আমাদের খুবই ভালো খেয়াল রাখা হয়েছিল। কিন্তু আমার মিথ্যা বলা হতো যদি বলতাম আমি চিন্তিত নই, কারণ আপনি সেখানে ফিরে যাচ্ছেন যখন ঝামেলা চলছে।'
'যাই ঘটুক আমার ওপরে যারা আছে (ক্রিকেট বোর্ড) এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অবশ্যই এটা দুশ্চিন্তার যখন আপনি ক্রিকেটার হিসেবে সেখানে ফিরে যাচ্ছেন ও সেখানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তবে এটা তাদের মোকাবিলা করার বিষয়। আমাদের নিরাপত্তা কর্মীদের ওপর আমাদের আস্থা আছে। সুতরাং তারা যদি বলে সব ঠিক আছে আমরা যাব। কিন্তু আমি জানি না এতে (পরিস্থিতি) বদলাবে কিনা।'
শ্রীলঙ্কা টিম বাসের ওপর সেই হামলার পর এক দশক নিজেদের মাটিতে কোন আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। তবে সময়ের সঙ্গে গলেছে সেই বরফ, চলতি বছরই সেখানে তিন টেস্ট, তিন ওডিআই ও একটি টি-টোয়েন্টি খেলে এসেছে অস্ট্রেলিয়া।
Comments