ভারত সিরিজের আগে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা
ডিসেম্বরের প্রথম দিনেই বাংলাদেশে পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। ৪ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য পুরো প্রস্তুত হতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে আসর খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
২০ নভেম্বর (রোববার) থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এতে আগের বছর মতই অংশ নিবে মধ্যাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল।
জানা গেছে টুর্নামেন্টটিতে খেলবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাসকেও খেলতে দেখা যেতে পারে। কে কোন দলে খেলবেন তা মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্লেয়ার্স ড্রাফটে চূড়ান্ত করা হবে।
আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য আগেই চুক্তিভুক্ত হওয়ায় এই টুর্নামেন্টে খেলবেন না সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোস্তাফিজুর রহমান। টি-টেন লিগ খেলতে ৩০ ডিসেম্বর পর্যন্ত তাদের ছাড়পত্র দিয়ে রেখেছে বিসিবি।
বিসিএলের ওয়ানডে আসরের ফাইনাল খেলা হবে ২৭ নভেম্বর, মিরপুরে। ম্যাচটি দিবারাত্রির করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাকি সবগুলো খেলাই হবে বিকেএসপির তিন ও চার নম্বর গ্রাউন্ডে।
২০, ২২ ও ২৪ নভেম্বর সিঙ্গেল লিগ ভিত্তিতে বিকেএসপির দুই মাঠে হবে ম্যাচগুলো। সবগুলো খেলাই শুরু হবে সকাল ৯টায়। এই নিয়ে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে বিসিএলের ওয়ানডে সংস্করণ। গত বছর এই টুর্নামেন্টের পুরোটাই হয়েছিল সিলেটে।
Comments