ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে নতুন মুখ জাকির

তামিম ইকবালের চোট এবং টপ অর্ডারের বাকিদের ফর্মহীনতায় জাকির হাসানের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া অনুমিতই ছিল। প্রথমবারের মতো বাংলাদেশের সাদা পোশাকের দলে জায়গা পেয়েছেন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এই বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার।
ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য বৃহস্পতিবার ১৭ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে একমাত্র নতুন মুখ ২৪ বছর বয়সী জাকির।
বরাবরের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ফর্মের খোঁজে থাকা সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক জায়গা ধরে রেখেছেন। চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল নেই টেস্ট দলেও।
চলতি বছর জাতীয় লিগে আলো ছড়িয়ে সর্বোচ্চ ৪৪২ রান করেন জাকির। তার গড় ছিল ৫৫.২৫। একটি করে ডাবল সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। এছাড়া, গত বিসিএলেও রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন তিনি।
বাংলাদেশ 'এ' ও ভারত 'এ' দলের চলমান চার দিনের ম্যাচের সিরিজেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন জাকির। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ১৭৩ রানের কল্যাণে ড্র করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেন ৪৬ রান। এদিন দ্বিতীয় ইনিংসে অবশ্য কেবল ১২ রানে আউট হয়ে গেছেন তিনি।
আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।
Comments