শাকিলের চেষ্টার পরও পাকিস্তানের হার, সিরিজ ইংল্যান্ডের

শেষদিনে জয়ের জন্য লক্ষ্যটা খুব বড় ছিল না পাকিস্তানের। সৌদ শাকিলের ফিফটিতে সিরিজ বাঁচানোর স্বপ্নও দেখছিল স্বাগতিকরা। তবে জ্বলে উঠলেন ইংলিশ পেসার মার্ক উড, তার তোপে পড়ে জয়ের অনেক কাছে গিয়েও হারের বেদনায় পুড়তে হলো পাকিস্তানকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুড়ল ইংল্যান্ড।

সোমবার মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে ২৬ রানে হারিয়েছে ইংলিশরা। ৩৫৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩২৮ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। এতে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা। ফলে তৃতীয় টেস্টে তাদের সামনে থাকছে হোয়াইটওয়াশের হাতছানি।

চতুর্থ দিনে ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল ১৫৭ রান। হাতে ছিল ছয় উইকেট। তবে গুরুত্বপূর্ণ সময়ে তিন উইকেট শিকার করে স্বাগতিকদের লক্ষ্যে পৌঁছতে দিলেন না উড। ব্যাট হাতে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপে পুড়েন শাকিল। মোহাম্মদ নাওয়াজ ছাড়া আর কেউই যোগ্য সমর্থন দিতে পারেননি তাকে।

তৃতীয় দিনে শাকিলের সঙ্গে অপরাজিত থাকা ফাহিম আশরাফকে শুরুতেই ফেরান জো রুট। এরপর নাওয়াজ-শাকিল মিলে গড়েন ৮০ রানের জুটি। তাদের ব্যাটে নিশ্চিত জয় দেখছিল পাকিস্তান। ৯২তম ওভারে ৪৫ রান করা নাওয়াজকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন উড। দুই ওভারের মাথায় একই কায়দায় ৯৪ রানে ব্যাট করতে থাকা শাকিলকেও তুলে নেন ডানহাতি ফাস্ট বোলার।

শেষদিকে আঘা সালমান ৩১ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেললেও পাকিস্তানকে জয় এনে দিতে পারেননি। ১৮ রানের ব্যবধানে স্বাগতিকদের শেষ তিন উইকেট তুলে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো হ্যারি ব্রুক পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে প্রথম ইনিংসে লেগস্পিনার আবরার আহমেদের সাত উইকেট শিকারের বদৌলতে ইংল্যান্ডকে ২৮১ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। বেন ডাকেট ও অলি পোপ ফিফটি করলেও বাকিরা পারেননি নামের প্রতি সুবিচার করতে। জবাবে চার উইকেট শিকার করে ইংলিশদের পক্ষে ছড়ি ঘুরান বাঁহাতি স্পিনার জ্যাক লিশ। জোড়া উইকেট তুলে নেন উড ও রুট। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ২০২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তাদের পক্ষে ফিফটি হাঁকান অধিনায়ক বাবর ও শাকিল।

দ্বিতীয় ইনিংসে ৭৯ রানের লিড পেয়েছিল ইংল্যান্ড। তবে আবারও জ্বলে উঠেন আবরার, তার চার উইকেট ও জাহিদ মাহমুদের তিন উইকেট শিকারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র ২৭৫ রান যোগ করতে সক্ষম হয় বেন স্টোকসের দল। ব্রুকসের ১০৮ ও ডাকেটের ৭৯ রান ছাড়া অবদান রাখতে ব্যর্থ হন বাকিরা।

৩৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় পাকিস্তান। চতুর্থ উইকেটে ইমাম-উল-হককে নিয়ে ১০৮ রান যোগ করেন শাকিল। ৬০ রান করা ইমামকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন লিশ।

Comments