রেহানের রেকর্ডের পর জয়ের পথে ইংল্যান্ড

বয়স মাত্র ১৮ বছর ১২৮ দিন। তবে রেহান আহমেদের বোলিং ভেল্কি দেখে বোঝার উপায় ছিল না অভিষেক টেস্ট খেলছেন তিনি। তার সামনে দাঁড়াতেই পারলেন না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটাররা। অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট শিকার করে গড়লেন নতুন রেকর্ড, তার তোপে পড়ে দুশো পার করার পরপরই গুটিয়ে গেল স্বাগতিকরা। ফলে হোয়াটওয়াশের মিশনে সহজ লক্ষ্যই পেল ইংল্যান্ড।
করাচিতে তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে সহজ জয় দেখছে সফরকারীরা। ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন আর মাত্র ৫৫ রান, অন্যদিকে পাকিস্তানকে তুলে নিতে হবে আট উইকেট। আগের দিন বিনা উইকেটে ২১ রান তোলা পাকিস্তান এদিন গুটিয়ে যায় মাত্র ২১৬ রানেই। পাঁচ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অভিষিক্ত রেহান, তিন উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।
স্বাগতিকদের পক্ষে ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিল। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৬৭ রানের সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে দুই উইকেটে ১১২ রান তুলে দিনের খেলা শেষ করেছে বেন স্টোকসের দল। ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন ওপেনার বেন ডাকেট।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ইংল্যান্ড। ফিফটির দিকে এগিয়ে চলছিলেন দুজন ওপেনারই। কিন্তু বাধ সাধেন আবরার আহমেদ, ৪১ রান করা জ্যাক ক্রাউলিকে ফেরান তিনি। দিনের মাত্র ছয় ওভার বাকি থাকায় নাইটওয়াচম্যান হিসেবে নামেন রেহান। তবে ১০ রান করে আবরারের দ্বিতীয় শিকারে পরিণত হলে কাজে আসেনি সফরকারীদের সেই কৌশল।
এরপর বাকিটা সময় ডাকেটকে নিয়ে নিরাপদেই পার করেন স্টোকস। ১০ রান করে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক, অপর প্রান্তে ফিফটি তুলে নেন ডাকেট। চতুর্থ দিনে ৫০ রান নিয়ে ব্যাটিং শুরু করবেন এই ওপেনার।
এর আগে দিনের সপ্তম ওভারেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ২৪ রান করা শান মাসুদকে সরাসরি বোল্ড করে করে ফেরান লিচ। একই ওভারে আজহার আলিকেও বোল্ড করে বিদায় করেন এই স্পিনার, রানের খাতা খোলার আগেই ফিরে যেতে হয় ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা এই টপ অর্ডারকে।
দুই ওভারের ব্যবধানে আবারও আঘাত হানেন লিচ, এবার তার শিকার হন ২৬ রান করা আবদুল্লাহ শফিক। এরপর বাবর-শাকিল মিলে ১১০ রানের জুটি গড়ে খাদের কিনারা থেকে উদ্ধার করেন পাকিস্তানকে। ২৬তম টেস্ট ফিফটি ছোঁয়ার পরপরই ৫৪ রান করা বাবরকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসের উইকেটের খাতা খুলেন রেহান।
খানিক বাদে রিজওয়ানকে কট বিহাইন্ড বানিয়ে আবারও শিকার করেন ১৮ বছর বয়সী এই অভিষিক্ত স্পিনার। ৫৯তম ওভারে ৫৩ রান করা শাকিলকেও আউট করেন তিনি। ফাহিম আশরাফও ফিরে যান দ্রুতই, এরপর মৃদু প্রতিরোধ গড়ে তোলেন নোমান আলি ও আঘা সালমান।
১৫ রান করা নোমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান পেসার মার্ক উড। শেষ দুই উইকেট নিয়ে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দেওয়ার কাজটা সারেন রেহান। ২১ রান করা সালমানকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। প্রথম ইনিংসেও দুই উইকেট শিকার করেছিলেন এই লেগস্পিনার।
Comments