বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটারের লড়াইয়ে যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বছর জুড়ে সংক্ষিপ্ততম সংস্করণের খেলারই প্রধান্য ছিল। টি-টোয়েন্টির পারফরম্যান্সই তাই নজর কেড়েছে বেশি। তবে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডেও হয়েছে বছর জুড়ে। এই দুই সংস্করণের সেরার লড়াইয়ে আছেন সাত ক্রিকেটার।
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের লড়াইয়ে অনুমিতভাবেই আছেন বছরজুড়ে অবিশ্বাস্য স্ট্রাইকরেটে রান বন্যা বইয়ে দেওয়া ভারতের সূর্যকুমার যাদব, বিশ্বকাপ ফাইনালের সেরা ইংল্যান্ডের স্যাম কারান, দুর্দান্ত ধারাবাহিক পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও জিম্বাবুয়ের অনেক সাফল্যের নায়ক অলরাউন্ডার সিকান্দার রাজা।
রাজা আছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারদের তালিকাতেও। সেখানে তার সঙ্গে লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা আর পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
২০২২ সালে টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে ১ হাজার ১৬৪ রান করেন সূর্যকুমার। এই রান করেছেন তিনি ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে! মেরেছেন সর্বোচ্চ ৬৮ ছক্কা। সেরা হতে তিনি এগিয়ে অনেকখানি।
জিম্বাবুয়ের হয়ে ২৪ টি-টোয়েন্টিতে এই বছর ৭৩৫ রান করার পাশাপাশি ২৫ উইকেট নেন সিকান্দার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল আলো ঝলমলে।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক কারান ১৯ ম্যাচ খেলে নেন ২৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নিয়েছিলেন মোড় ঘোরানো ৩ উইকেট।
পাকিস্তানের কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ২৫ ম্যাচ খেলে করেন ৯৯৬ রান। তার স্ট্রাইকরেট কম থাকলেও ধারাবাহিকতায় আলোচিত ছিলেন তিনি।

ওয়ানডে
২০২২ সালে খুব বেশি ওয়ানডে হয়নি। তবে যা হয়েছে তাতে সবচেয়ে উজ্জ্বল বাবর। ৯ ম্যাচে ৮৪.৮৭ গড়ে তিনি করেন ৬৭৯ রান। তার দলও করেছে আলো। তিনটা সিরিজ জয়ে রেখেছেন ভূমিকা।
অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা এই বছর ১২ ওয়ানডে খেলে নিয়েছেন ৩০ উইকেট। এই ১২ ম্যাচের ৯টা খেলেছেন নিজেদের দেশে। যেখানে স্পিনারদের জন্য সুবিধা থাকে কম।
ওয়ানডের লড়াইয়েও আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ১৫ ম্যাচে ৬৪৫ রান ও ৮ উইকেট নিয়েছেন তিনি। তার ঝলকে নিজেদের দেশে বাংলাদেশকে সিরিজে হারায় জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের বছরটিও দারুণ কেটেছে। সবচেয়ে বেশি ২১ ম্যাচে তিনি করেন ৭০৯ রান।
আসছে বছরের শুরু থেকে আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা ভোট দিতে পারবেন এসব ক্রিকেটারদের। জানুয়ারি মাসের শেষ দিকে বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের নাম জানাবে আইসিসি।
Comments