কনওয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দিন

ডেভন কনওয়ে তখন ৮৯ রানে। হাসান আলীর বলে গ্যালিতে প্রায় ক্যাচ উঠে গিয়েছিল তার। কিন্তু হাতে লাগালেও তালুতে জমাতে পারেননি সাউদ শাকিল। এরপর বাকীটা সাবলীলভাবেই কাটিয়ে অবশেষে সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ব্যাটার। আক্ষেপ মিটিয়েছেন প্রথম টেস্টে নার্ভাস নাইন্টিজে আউট হওয়ার।
সোমবার করাচি টেস্টের প্রথম দিনে ছয় উইকেট হারিয়ে ৩০৯ রান তুলে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। দিনভর ব্যাট চালিয়ে পাকিস্তানী বোলারদের কেবল হতাশা উপহার দেয় দলটি। লাথামের ৭১ ও কনওয়ের ১২২ রানের ইনিংস প্রথম সেশন থেকেই চালকের আসনে রাখে সফরকারীদের।
এদিন টিম সাউদির টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণের দায়িত্ব কাঁধে তুলে নেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতেই তারা গড়ে দেন বড় সংগ্রহের ভিত। দুই ব্যাটারই ছিলেন সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত লাথাম না পারলেও কনওয়ে ঠিকই তুলে নিয়েছেন তার সেঞ্চুরি।
ওপেনিংয়ে ১৩৪ রান যোগ করেন কনওয়ে-লাথাম জুটি। এ জুটি ভাঙেন নাসিম শাহ। এরপর কেন উইলিয়ামসন এসে যোগ্য সঙ্গ দেন কনওয়েকে। তাদের কল্যাণে দ্বিতীয় উইকেটেও শতরানের জুটি পায় কিউইরা। ব্যক্তিগত ১২২ রানে সালমানের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নেন কনওয়ে।
৯১ বলে ৩৬ রান করে উইলিয়ামসন জাগিয়েছিলেন ফিফটির আশা। কিন্তু নাসিমের বলে উইকেটের পিছনে ক্যাচ দিলে বৃথা যায় তার সব চেষ্টা। এরপর ড্যারিল মিচেল (৩) ও হেনরি নিকোলসকেও (২৬) ফেরান সালমান। আবরারের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন মাইকেল ব্রেসওয়েল। ফলে শেষ সেশনে চারটি উইকেট তুলে নেয় দলটি। অবশ্য এরপর ফের ঘুরে দাঁড়িয়ে ইস শোধিকে নিয়ে বড় সংগ্রহের আশা জাগাচ্ছেন টম ব্লান্ডেল।
পাক বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সালমান। ৫৫ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেন তিনি। ৪৪ রান দিয়ে দুই উইকেট নেন নাসিম।
Comments