সূর্যকুমারকে বল করতে হলে দমে যেতেন হার্দিক

সূর্যকুমার যাদবের সামনে বোলার কোথায় বল ফেলবেন তা যেন ভেবে নেওয়া মুশকিল। ক্রিজে গিয়ে এই ব্যাটার এমন সব শট খেলেন তাতে বোলারদের মনোবলই যায় ভেঙে। আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমারকে বল করতে হলে একই পরিস্থিতি হতো হার্দিক পান্ডিয়ারও।

সূর্যকুমার যাদবের সামনে বোলার কোথায় বল ফেলবেন তা যেন ভেবে নেওয়া মুশকিল। ক্রিজে গিয়ে এই ব্যাটার এমন সব শট খেলেন তাতে বোলারদের মনোবলই যায় ভেঙে। আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমারকে বল করতে হলে একই পরিস্থিতি হতো হার্দিক পান্ডিয়ারও।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক সূর্যকুমারকে বল করতে না হওয়ার স্বস্তিই যেন জানালেন।

শনিবার রাতে আবারও উত্তাল করা ব্যাটিংয়ে সব আলো নিজের দিকে নিয়ে নেন সূর্যকুমার। ৫১ বলে ৭ চার, ৯ ছক্কায় করেন অপরাজিত ১১২ রান। ৯১ রানে পরে ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করে ভারত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পান্ডিয়া জানান তার ভাগ্য ভালো যে সূর্যকুমারকে বল করতে হয় না,  'তাকে যদি আমার বল করতে হতো, আমি একদম দমে যেতাম। কারণ যে ধরণের শট সে খেলতে পারে।'

'সে প্রতিদিনই সবাইকে চমকে দিচ্ছে। সে সবাইকে জানাচ্ছে, দেখুন ব্যাট করা কত সহজ। সে যেন চোখ বন্ধ করে খেলতে পারে। এতটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে।'

দ্রুত উইকেট পড়ুক কিংবা দলের অবস্থান হোক হৃষ্টপুষ্ট। ক্রিজে গিয়ে নিজের খেলায় কোন প্রভাব পড়তে দেন না সূর্য। পান্ডিয়া জানালেন এই ব্যাটারকে আলাদা করে কোন নির্দেশনা দেওয়ার দরকার হয় না অধিনায়কের,  'আমি তাকে তার মতো ছেড়ে দেই। তাকে বেশি কিছু বলতে হয় না। সে অনেক অভিজ্ঞ এখন। পরিস্থিতি ভালো বুঝতে পারে। কি হচ্ছে সেটা টের পায়। পরিস্থিতি যেমনই হোক বরাবরই সে একটা সমাধান বের করে ফেলে।'

এদিন সূর্যকুমার মেরেছেন ৯ ছক্কা। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ। ছক্কা পিটিয়েছেন লং অন, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ, ডিপ মিড উইকেট, এক্সট্রা কাভার, ব্যাকওয়ার্ড পয়েন্ট এমনকি ফাইন লেগ দিয়ে।

সূর্যকুমার নিজে জানান, আগে থেকে ভেবে নিয়ে কিছু শট খেলার পাশাপাশি বোলারের মতিগতি পড়েও খেলতে থাকেন তিনি, 'কিছু শট ছিল আগেই ভেবে নেওয়া। কিন্তু একই সঙ্গে বোলার যখন ভিন্ন কিছু করে তখন আপনাকেও তূণ থেকে কিছু ভিন্ন শট বের করতে হয়।'

'অনুশীলনে আপনি কি করবেন এটা খুব গুরুত্বপূর্ণ। কোন রুটিন অনুসরণ করবেন সেটা গুরুত্বপূর্ণ। অবশ্যই অনেক কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু একই সঙ্গে মানসম্পন্ন অনুশীলন সেশনের প্রয়োজন। আমি সব কিছু খুব সহজ রাখতে চাই।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago