ভারতের মাঠে ১৯ বছরের আক্ষেপ এবার ঘুচবে, বিশ্বাস করেন কামিন্স
২০০৪ সালের পর ভারতের মাঠে আর টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। দেশটিতে সার্বিক রেকর্ডও ভাল নয় তাদের। ৬৬ বছরে জিতেছে কেবল চার সিরিজ, শেষ ৫৩ বছরে একবারই। তবে দারুণ ছন্দে থাকায় দীর্ঘ এই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বলে মনে করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
নিজেদের গ্রীষ্ম মৌসুমে দাপট দেখাচ্ছে অজিরা। মৌসুমে জিতেছে পাঁচ টেস্ট। বৃষ্টি বাধা না হলে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে নিশ্চিত করে ফেলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে উঠা ঝুলে থাকলেও টেবিলে তারাই এখন শীর্ষে।
দলের সেরা অবস্থায় স্বপ্নটাও বড় হচ্ছে অস্ট্রেলিয়ার। আসছে ফেব্রুয়ারিতে চার টেস্টের সিরিজ খেলতে ভারত সফর করবে তারা। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। পরের টেস্টগুলো দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে এবার ভারত সফর নিয়ে আশার কথা শোনান কামিন্স, 'অসাধারণ এক গ্রীষ্ম পার করলাম আমরা। আমার মনে হয় সেরা অবস্থায় আছি। বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। গত বছর শ্রীলঙ্কা ও পাকিস্তান সফরে ভালো করেছি। সেই অভিজ্ঞতা আমাদের কাজে দিবে।'
ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক বোর্ডার-গাভাস্কার ট্রফি অনেকদিন ধরেই ভারতের দখলে। ২০১৭ সালে নিজ শেষে সব শেষবার সিরিজ জিতে ২০১৪-১৫ মৌসুমে পাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছিলে তারা। কিন্তু এরপর ২০১৮-১৯, ২০২০-২১ সালে নিজ মাঠে টানা দুইবার ভারতের কাছে হেরে যায় অজিরা।
ভারতের মাঠে তাদের রেকর্ড আরও করুণ। ২০০৪ সালের পর চারবার ভারত সফরে খেলতে গিয়ে ১৪ টেস্টের মধ্যে তারা জিততে পেরেছিল স্রেফ একটি।
এমন অবস্থায় আগের তেতো স্মৃতি নয়, সাম্প্রতিক সাফল্য থেকে প্রেরণা নিতে চান কামিন্স, 'আগামী কয়েক সপ্তাহে আমরা গত এক বছরের সাফল্যের দিকে তাকাতে পারি। এরপর সতেজ ও ক্ষুধার্থ হয়ে ভারতে যাব। আমার মনে হয় এবার সেখানে জেতার আমাদের ভালো সুযোগ আছে।'
Comments