নারীদের মূল বিশ্বকাপ দলে অনূর্ধ্ব-১৯ দলের চারজন, বাদ পিংকি

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল দিয়েছে বিসিবি। তাতে চমক বলতে বয়সভিত্তিক দলের চার ক্রিকেটারের জায়গা পাওয়া।

দক্ষিণ আফ্রিকা নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আর দেশে আসা হবে না অধিনায়ক দিশা বিশ্বাসসহ চার ক্রিকেটারের, কারণ কদিন পর সেখানেই হতে যাওয়া মূল টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারা। তবে সবচেয়ে বড় খবর বোধহয় অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকির বাদ পড়া। 

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল দিয়েছে বিসিবি। তাতে চমক হিসেবে বয়সভিত্তিক দলের চার ক্রিকেটার পেয়েছেন মূল দলে জায়গা। দলে আছেন দিশা বিশ্বাস, মারুফা আক্তার, দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। যুব বিশ্বকাপে ভালো করে আভাস থাকলেও ঠাঁই হয়নি ওপেনার আফিফা প্রত্যাশার।

ছন্দহীনতার কারণে পিংকিকে রাখেননি নির্বাচকরা। তার  সঙ্গে বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া ও ফারিহা ইসলাম তৃষ্ণা। এর মধ্যে তৃষ্ণা ছাড়া বাকি চারজন আছেন স্ট্যান্ড বাই তালিকায়।

২৩ জানুয়ারি কেপটাউনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন নিগার সুলতা জ্যোতির দল। সেখানে গিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল বিশ্বকাপের আগে ৬ ফেব্রুয়ারি পাকিস্তান ও ৮ ফেব্রুয়ারি ভারতের  বিপক্ষে দুটি গা গরমের ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সুবহানা মুশতারি।

Comments

The Daily Star  | English

Advocate Tajul Islam made ICT chief prosecutor

Supreme Court lawyer Md Tajul Islam, joint convener of Amar Bangladesh Party (AB Party), has been appointed as the chief prosecutor of the International Crimes Tribunal

10m ago