লক্ষ্ণৌর দায়িত্ব পেলেন সিলেটের সাবেক কিউরেটর

সঞ্জীব আগারওয়াল নিজেই দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন। এদিকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, হার্দিকের সমালোচনার পরই এমন সিদ্ধান্ত নেয় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)।
Sanjeev Agrawal

মন্থর ও টার্নিং উইকেটের কারণে লক্ষ্ণৌতে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটারদের ভুগতে হয়েছে বিস্তর। এরপর ওই মাঠের কিউরেটরের কড়া সমালোচনা করেছিলেন ভারতের ভারপ্রাপ্ত হার্দিক পান্ডিয়া। তার সমালোচনার পর কিউরেটর পদে এসেছে বদল। চাকরি হারিয়েছেন সুন্দরন কুমার। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে সিলেট মাঠের দায়িত্বে থাকা সঞ্জীব আগারওয়ালকে।

সঞ্জীব আগারওয়াল নিজেই দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন। এদিকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, হার্দিকের সমালোচনার পরই এমন সিদ্ধান্ত নেয় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)।

ইউপিসিএ'র এক মুখপাত্রের পিটিআইকে বলেন, 'আমরা আগামী এক মাসের মধ্যে অবস্থার উন্নতি করব। আন্তর্জাতিক টি-টোয়েন্টির আগে এই মাঠে ঘরোয়া অনেক ম্যাচ হয়েছে। তবু কিউরেটরের উচিত ছিল দুই-একটি উইকেট আলাদা করে রাখা।'

গত রোববার লক্ষ্ণৌ স্টেডিয়ামে আগে ব্যাট করতে ২০ ওভারে ধুঁকে ধুঁকে স্রেফ ৯৯ রান করে নিউজিল্যান্ড। ওই রান টপকাতেই শেষ ওভার পর্যন্ত খেলতে  হয় ভারতকে।

ম্যাচ জিতলেও উইকেটকে টি-টোয়েন্টির জন্য আদর্শ নয় বলে মন্তব্য করেন হার্দিক, সমালোচনা করেন কিউরেটরের।

লক্ষ্ণৌর দায়িত্ব পাওয়া সঞ্জীব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্বে ছিলেন। তবে গত সেপ্টেম্বরে নারী এশিয়া কাপে নিচু ও মন্থর উইকেটের জন্য সমালোচনায় পড়েন তিনি। পরে তাকে আর না রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি।

যদিও সঞ্জীব ডেইলি স্টারকে জানান, পারিবারিক কারণেই চাকরি ছেড়ে ভারতে ফিরে গেছেন তিনি। নিজ দেশে থেকে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে চান তিনি।

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League, caving in to demands from the student movement against discrimination.

49m ago