গিলের বিস্ফোরক সেঞ্চুরির পর বিধ্বস্ত নিউজিল্যান্ড

বুধবার আহমেদাবাদে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। টি-টোয়েন্টিতে ভারতের এটি সবচেয়ে বড় রানের জয়।
Shubman Gill
টি-টোয়েন্টিতে গিলের প্রথম সেঞ্চুরির আনন্দ। ছবি: টুইটার

ওপেন করতে নেমে আর আউট হলেন না শুভমান গিল। চার-ছক্কার ঝড়ে তুলে নিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি। রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা ইনিংস বড় করতে না পারলেও তুললেন কার্যকর ঝড়। ভারত চড়ল রানের পাহাড়ে, যাতে চাপা পড়ল নিউজিল্যান্ড।

বুধবার আহমেদাবাদে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। টি-টোয়েন্টিতে ভারতের এটি সবচেয়ে বড় রানের জয়।

আগে ব্যাট করে গিলের ৬৩ বলে ১২৬ রানের বিস্ফোরণে ২৩৪ রান জড়ো করে স্বাগতিকরা। জবাব দিতে গিয়ে পাওয়ার প্লের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলা কিউইরা করতে পারে মাত্র ৬৬  রান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাতে সহজেই ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। 

২৩৫ রানের পাহাড় ডিঙ্গাতে গিয়ে তিন ওভারের মধ্যেই গুঁড়িয়ে যায় নিউজিল্যান্ডের টপ অর্ডার। প্রথম ওভারেই হার্দিকের শিকার হয়ে ফেরেন ফিন অ্যালেন। দ্বিতীয় ওভারে আর্শদ্বিপের সিংয়ের শিকার হয়ে বিদায় নেন ডেভন কনওয়ে। দুই বল পরই মার্ক চাপম্যানকে উইকেটের পেছনে ক্যাচ বানান আর্শ্বদ্বিপ।

তৃতীয় ওভারে হার্দিকের বলে গ্লেন ফিলিপসও বিদায় নিলে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে কিউইরা।

India Cricket

পঞ্চম ওভারে বল করতে এসেই মিচেল ব্রেসওয়েলকে তুলে নেন উমরান মালিক। ২১ রানে অর্ধেক ইনিংস শেষ হয়ে গেলে ম্যাচের উত্তাপই হাওয়া হয়ে যায়। ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনাররা পরে  কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ভারতের বোলিং হিরো হার্দিক।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে দ্বিতীয় ওভারেই ইশান কিশানকে হারিয়ে ফেলেছিল ভারত। এরপর থেকেই উড়তে থাকা শুরু।

তিনে নামা ত্রিপাঠি তুলেন ঝড়। দ্বিতীয় উইকেটে গিলের সঙ্গে ৪২ বলে আসে তার ৮০ রানের জুটি। যাতে ২২ বলে ৪ বাউন্ডারি, ৩ ছক্কায় ৪৪ রান করেন ত্রিপাঠি। ইশ সোধির লেগ স্পিনে বিদায় নেন তিনি।

চারে নেমে তাণ্ডব শুরু করেছিলেন সূর্যকুমার। তবে এই জুটি জমে উঠার আগেই থেমে যায়। ১৩ বলে ২৪ করে ফেরেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার।

পরে হার্দিককে এক পাশে রেখে ছুটে চলে গিলের তাণ্ডব। চতুর্থ উইকেটে ৪০ বলে আসে ১০৩ রান। যাতে স্রেফ ২৩ বলে ৭১ রান যোগ করেন গিল। ভারত অধিনায়ক ১৭ বলে করেন ৩০।

৫৪ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়ার পরও চলে গিলের খুনে মেজাজের ব্যাটিং। দলকে দুশো ছাড়িয়ে আড়াইশর কাছে নিয়ে যান তিনি।  ৬৩ বলে ১২ চার ৭ ছক্কায় ১২৬ রানে অপরাজিত থেকে যান এই ডানহাতি।

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League, caving in to demands from the student movement against discrimination.

51m ago