বোর্ডার-গাভাস্কার ট্রফি

উইকেট নয়, নিজেদের দায় দেখছেন কামিন্স

ভারতের কাছে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর উইকেটের কোন দায় দেখছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়কের নজর বরং নিজেদের ব্যর্থতার দিকেই। 
Pat Cummins

ভারতে সিরিজ খেলতে আসার পরই উইকেট নিয়ে অনেক আলোচনায় জড়িয়েছে অস্ট্রেলিয়া। বিশেষ করে দেশটির সাবেক ক্রিকেটাররা অতি স্পিন বান্ধব উইকেটের চরিত্র নিয়ে ছিলেন মুখর। তবে ভারতের কাছে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর উইকেটের কোন দায় দেখছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়কের নজর বরং নিজেদের ব্যর্থতার দিকেই। 

শনিবার নাগপুরে ভারতের কাছে ইনিংস ও ১৩১ রানে হারে অস্ট্রেলিয়া। পাঁচদিনের টেস্ট শেষ হয়ে যায় তিন দিনেই। ২২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রবীচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার তোপে ৯১ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

টস জিতে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে ব্যাকফুটে চলে যায় অজিরা। ভারত পরে ৪০০ রান জড়ো করলে ধসে যায় তাদের দ্বিতীয় ইনিংস।  ম্যাচ শেষে কামিন্স জানান উইকেট বিপদজনক কিছু ছিল না। তারা ভুলটা করেছেন প্রথম ইনিংসেই,   'প্রথম ইনিংসে বল ঘুরেছে তবে আমার মনে হয় না উইকেট আনপ্লেয়বল ছিল। আমাদের অন্তত ১০০ রান বেশি করা দরকার ছিল। তাহলে ভারতের উপর চাপ তৈরি হতো।'

প্রথম ইনিংসে মারনাশ লাবুশানে, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডস্কবরা ক্রিজে গিয়ে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। এই জায়গায় খামতি দেখছেন কামিন্স,  'এরকম উইকেটে শুরু করাটা কঠিন। তবে প্রথম ইনিংসে আমাদের তিন-চারজন সাবলীল খেলছিল, তাদের  আরও বড় করা উচিত ছিল। যারা থিতু হয়ে যাবে তাদের বড় ইনিংস খেলা দরকার।'

আগামী শুক্রবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রায় একই রকম কন্ডিশন থাকতে পারে সেখানেও। কামিন্স এই ধারণা থেকেই নিজেদের মানসিকভাবে তৈরি রাখছেন, সিরিজের মাঝখানে ভিড় করতে দিতে চান না কোন নেতিবাচক ভাবনা, 'আমরা যদি একই কন্ডিশন আবার পাই, আবার একই বোলারকে পাই তাহলে কি ভিন্নতা করতে পারি? আমার মনে হয় আমাদের আরও প্রোএক্টিভ হতে হবে।'

'আমার মনে হয় কখনো কখনো এরকম হার ভুলে যাওয়া সহজ। যদি ছোট ব্যবধানে হারতাম তাহলে অনেক ভাবনার জায়গা থাকত। গত ১২ মাস আমরা দারুণ খেলেছি, এরকম হারিনি। আমার মনে হয় না পুরোপুরি উলটপালটের কিছু আছে। কেবল একটু ভিন্ন অ্যাপ্রোচে খেলতে হবে এখানে।'

Comments

The Daily Star  | English

Labour bill put on the shelf

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a labour law amendment back to parliament for reconsideration, expressing concern over the proposed punishment of workers for wrongdoings.

7h ago