চোট কাটিয়ে ভারত সফরের ওয়ানডে দলে ম্যাক্সওয়েল, মার্শ

লম্বা সময়ের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আর মিচেল মার্শ
Mitch Marsh and Glenn Maxwell
ফাইল ছবি

লম্বা সময়ের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আর মিচেল মার্শ। আগামী মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি মাথায় নিয়ে খেলতে নামবেন তারা।

ফলে ফিরেছেন পেসার জেই রিচার্ডসনও। চোটের কারণে তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন বেশ কিছুদিন। শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেও ওয়ানডে সিরিজে ফিরছেন ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগাররা।

বৃহস্পতিবার প্যাট কামিন্সের নেতৃত্বে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেরাদের ফেরার মধ্যে তাতে নেই কোন চমক।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, আলেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

পরিবারের সদস্যের অসুস্থতায় দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরে যান অধিনায়ক কামিন্স। ১ মার্চ ইন্দোরে তৃতীয় টেস্টের আগে তার দেশে ফেরার কথা।

এদিকে গোড়ালির চোট নিয়ে মার্শ ও পা ভেঙে ম্যাক্সওয়েল বাইরে ছিলেন লম্বা সময়। দুজনকেই যেতে হয়েছিল ছুরি কাঁচির নিচে। অস্ত্রোপচার করিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় পুরোপুরি ফিট তারা।

টেস্ট সিরিজের পর মুম্বাই, ভিজাগ আর চেন্নাইতে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই অজিদের বড় ভরসা হতে পারছেন তারা।

চলতি সপ্তাহে শেফিল্ড শিল্ডে খেলেছেন দুজনেই। চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে ভারতের বিপক্ষে এই সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ তাদের কাছে।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত হয়ে যাবেন আইপিএলে। ডেভিড ওয়ার্নার, জেই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, ক্যামেরন গ্রিন আর মার্কাস  স্টনিয়সকে খেলতে দেখা যাবে বিভিন্ন দলের হয়ে।

১৭ মার্চ মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে, ১৯ মার্চ ভিজাগে হবে দ্বিতীয় ম্যাচ। ২২ মার্চ চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলবে দুদল।

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League, caving in to demands from the student movement against discrimination.

51m ago