বোর্ডার-গাভাস্কার ট্রফি

ভারতকে উড়িয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

শুক্রবার ইন্দোর টেস্টের তৃতীয় দিনে ছিল সকালেই ম্যাচ শেষ হওয়ার আভাস ছিল, হয়েছেও তাই। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেটে।
Travis Head

প্রতিপক্ষের জন্য যে স্পিনের ফাঁদ পেতেছিল ভারত, সেই ফাঁদে নিজেরাই কাবু হয়েছে। ইন্দোরে স্পিনারদের স্বর্গে ভারতকে হারিয়ে সিরিজে ফিরেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন সকালে ছোট লক্ষ্য ট্রেভিস হেড আর মারনাশ লাবুশানের ব্যাটে সহজেই পেরিয়ে যায় সফরকারীরা। 

শুক্রবার ইন্দোর টেস্টের তৃতীয় দিনে ছিল সকালেই ম্যাচ শেষ হওয়ার আভাস ছিল, হয়েছেও তাই। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেটে। লক্ষ্য ছিল স্রেফ ৭৬ রানের। তবে পুরো ম্যাচ জুড়ে স্পিনাররা যেভাবে দাপট দেখিয়েছিলেন, এই লক্ষ্যও খুব সহজ মনে হচ্ছিল না। তবে সেটা শেষ পর্যন্ত সহজেই পেরিয়ে যায় তারা। 

১৮.৩ ওভারে জেতার রান তুলে লাঞ্চের আগেই খেলা শেষ করে দেন হেড-লাবুশানে। ৫৮  বলে ২৮ রানে অপরাজিত থাকেন লাবুশানে। ৫৩ বলে ৪৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন হেড। চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুটিতে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে তৃতীয় টেস্টে এসে জয়ের দেখা পেল অজিরা। আহমেদাবাদে শেষ টেস্ট জিতলে সিরিজ হার এড়াতে পারবে তারা। 

 

সকালে ৭৬ রানের লক্ষ্যে নেমে রবীচন্দ্রন অশ্বিনের করা দ্বিতীয় বলেই উসমান খাওয়াজাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য কিছু করার স্বপ্নও হয়ত দেখছিল ভারত। কিন্তু এরপরই সাবলীল মেজাজে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যান খাওয়াজা-হেড।

দুজনের জুটি আর ভাঙতে পারেনি রোহিত শর্মার দল। ওপেন করতে নামা বাঁহাতি হেড ছিলেন আগ্রাসী। রয়সয়ে না খেলে দ্রুতই ডানা মেলেন তিনি, জোর দেন বাউন্ডারির উপর। ৪৯ রানের ইনিংসে ৬ চার, ১ ছক্কা মেরেছেন তিনি। লাবুশানেও ধীর গতিতে খেললেও তিনিও ছিলেন বাউন্ডারির তালে। ২৮ রানের ইনিংসে চার মেরেছেন ছয়টি।

দ্বিতীয় দিনেই জেতার রাস্তা অনেকটা পরিষ্কার করে ফেলে অস্ট্রেলিয়া। ৮৮ রানের লিড নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসও চেপে ধরেন ন্যাথান লায়ন। তার ৬৪ রানে ৮ উইকেটে ১৬৩ রানেই গুটিয়ে যায় ভারত। চেতশ্বর পূজারা (৫৯) ছাড়া কেউই থিতু হতে পারেনি।

এর আগে টস জিতে প্রথম ইনিংসেও অজি স্পিনে কাবু হয় স্বাগতিকরা। ম্যাথু কুহেনম্যান বাঁহাতি স্পিনে ১৬ রানেই পান ৫ উইকেট। লায়ন ৩৫ রানে ৩ উইকেট নিয়ে মাত্র ১০৯ রানে শেষ হয়ে যায় রোহিতদের প্রথম ইনিংস। জবাবে খাওয়াজার ফিফটিতে ১৯৭ রান করে ৮৮ রানের বড় লিড পেয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যায় স্টিভেন স্মিথের। দল। পিছিয়ে পড়া অবস্থা থেকে আর ফিরতে পারেনি ভারত।

আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ মার্চ।

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

58m ago