অশ্বিনের ঘূর্ণিতে ম্যাচে ফিরল ভারত

উসমান খাওয়াজার পর সেঞ্চুরি তুলে নিলেন ক্যামেরুন গ্রিনও। তাতে বিশাল পুঁজির দিকেই এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। এরপর দারুণ জ্বলে ওঠেন রবিচন্দ্রন অশ্বিন। তার ঘূর্ণিতে অসাধারণভাবেই ম্যাচে ফিরে আসে ভারত।

শুক্রবার আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ৪৮০ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৬ রান তুলেছে ভারত। এখনও ৪৪৪ রানে পিছিয়ে আছে তারা।

৪ উইকেটে ২৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিনও দারুণ ব্যাটিং করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার খাওয়াজা ও গ্রিন। খাওয়াজার পর গ্রিনও তুলে নেন সেঞ্চুরি। দুই ব্যাটারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যেতে থাকে অজিরা। গ্রিনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন অশ্বিন। তাকে উইকেটরক্ষক স্রিকার ভরতের ক্যাচে পরিণত করেন তিনি।

এরপর অবশ্য দ্রুতই আরও দুইটি উইকেট হারায় অজিরা। আলেক্স কেয়ারিকে ফেরানোর পর মিচেল স্টার্ককেও তুলে নেন অশ্বিন। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি খাওয়াজাও। ২০ রানের জন্য মিস করেছেন ডাবল সেঞ্চুরি। অক্ষর প্যাটেলের সফল রিভিউতে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি।

এরপর নাথান লাওনের সঙ্গে দলের হাল ধরেন টড মার্ফি। গড়েন ৭০ রানের জুটি। এ জুটিও ভাঙেন অশ্বিন। মার্ফিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর লাওনকে বিরাট কোহলির ক্যাচে পরিণত করেন এ স্পিনার। ফলে ৪৮০ রানে অলআউট হয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১৮০ রানের ইনিংস খেলেন খাওয়াজা। খেলেন ৪২২টি বল। ২১টি চারের সাহায্যে সাজান নিজের ইনিংস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১১৪ রানের ইনিংস খেলেন গ্রিন। ১৭৯ বলে ১৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া মার্ফি ৪১ ও লাওন ৩৪ রান করেন। ভারতের পক্ষে ৯১ রানের খরচায় ৬টি উইকেট নেন অশ্বিন।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে দেন শেষ করে ভারত। রোহিত ১৭ ও গিল ১৮ রানে উইকেটে আছেন।

Comments

The Daily Star  | English

Publish newspaper ads asking Hasina, Asaduzzaman to appear on June 24: ICT

Another accused, former IGP Mamun, is already under custody and was produced before the court today

21m ago