বৃষ্টি মাথায় শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ

প্রথম দিনে মিরপুরে প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লেপার্ডের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি

চৈত্রের শুরুতেই আকাশ কালো হয়ে নামল বৃষ্টি। মাত্রা অবশ্য তীব্র নয়, তবে সেই বৃষ্টির ঝাপটা পড়ল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। বৃষ্টি বাধার মধ্যেই উদ্বোধন হলো লীগের নতুন মৌসুম।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া নয়টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।  এসময় আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বুধবার প্রথম দিনে মিরপুরে প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লেপার্ডের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি।। ৩.৫ ওভার হওয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি বাধার আগে ঢাকা লেপার্ডের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২০ রান। সাব্বির হোসেন (৭) ও পিনাক ঘোষ (১০) রান নিয়ে খেলছিলেন।

দিনের আরেক ম্যাচের ফতুল্লার  খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফি মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে অগ্রনী ব্যাংক। ফতুল্লায় বৃষ্টি না থাকায় সেই ম্যাচটি চলছে নির্বিঘ্নে।

মিরপুরের মতো বিকেএসপিতেও হয়েছে বৃষ্টি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাবের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago