কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন টাইগারদের
আজ শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধার সঙ্গে পালন করছে তার জন্মদিন। বাদ পড়েননি ক্রিকেটাররাও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে কেক কেটে উদযাপন করেন তারা।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ দল। শুক্রবার ছিল টাইগারদের নিয়মিত অনুশীলন। মাঠেই এক প্রান্তে কেক কাটেন সাকিব-তামিমরা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে ছিলেন কোচিং স্টাফরাও।
অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটার থাকলেও এদিন কেক কাটেন দলের সবচেয়ে নবীন সদস্য তৌহিদ হৃদয়। কেক কাটার পর সবাইকে খাইয়ে দেন এ তরুণ।
আগামীকাল শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুইটি ম্যাচ ২০ ও ২৩ মার্চ। প্রথম দুটি ম্যাচ দুপুর দুইটায় শুরু হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে আড়াইটায়।
Comments