পাওয়েলের তাণ্ডবে প্রোটিয়াদের হারাল উইন্ডিজ
কিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন রভম্যান পাওয়েল। নেতৃত্বের অভিষেকে খেললেন অসাধারণ এক ইনিংস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তার ব্যাটেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ক্যারিবিয়ানরা।
সেঞ্চুরিয়নে শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে এদিন ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় পাওয়েলের দল।
লক্ষ্য তাড়ায় নেমে সিসান্দা মাগালার তোপে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তাতে বাড়তে থাকে চাপ। তবে পাওয়েল ছিলেন অনন্য। এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়া চললেও ঝড়ো ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। একাই মারেন ৫টি ছক্কা।
পাঁচ নম্বরে নেমে ১৮ বলে শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন পাওয়েল। ৫টি চারের সঙ্গে মেরেছেন ১টি চারও। দারুণ অবদান রাখেন ওপেনার ব্রান্ডন কিংও। ৮ বলে খেলেন ২৩ রানের ইনিংস। ২টি করে চার ও ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া ১৪ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৮ রান করেন জনসন চার্লস।
প্রোটিয়াদের পক্ষে ২১ রানের খরচায় ৩টি উইকেট নেন মাগালা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড মিলারের ব্যাটে ১৩১ রানের পুঁজি গড়েছিল প্রোটিয়ারা। ২২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৮ রান করেন মিলার। শেষ দিকে নেমে দারুণ এক ক্যামিও খেলেছিলেন মাগালা। ৫ বলে ২টি ছক্কা ও একটি চারে ১৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া রিজা হ্যান্ডরিকস ১২ বলে ২টি ছক্কায় ২১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন শেল্ডন কট্রেল ও ওডিয়ান স্মিথ।
Comments