টানা পঞ্চম জয় আবাহনীর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জিতেই চলেছে আবাহনী লিমিটেড। এদিন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি। ১০ উইকেটের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বোলারদের নৈপুণ্যে উড়ন্ত জয় পায় আবাহনী। টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে তাদের ৩৭.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে দেয় তারা। অধিনায়ক নাঈম ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হওয়ার আগে ৩৩ রান করেন তিনি।

আবাহনীর সব বোলারই জ্বলে ওঠেন এদিন। বাঁহাতি স্পিনার তানভির ইসলাম নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সাইফউদ্দিন, রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিব।

লক্ষ্য তাড়ায় দুই ওপেনার এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখের ব্যাটে অনায়াস জয় পায় আবাহনী। ১৯.১ ওভারেই জয় নিশ্চিত করে দলটি। ৬৩ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় বিজয় অপরাজিত ৮০ রান করেন। ২ বলে টি চার ও ১টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন নাঈম।

সাভারের বিকেএসপির ৩ নম্বরে মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে তিন ব্যাটারের ফিফটিতে ৯ উইকেটে ২৮৬ রানের স্কোর সংগ্রহ করেছিল অগ্রণী ব্যাংক। অধিনায়ক মার্শাল আইয়ুব সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া সাদমান ইসলাম ৫৭ ও শামসুল ইসলাম ৫০ রান করেন।

জবাবে আনিসুল ইসলামের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ব্রাদার্স। ১১৪ বলে ৮টি চার ও টি ছক্কায় ১০৭ রানের ইনিংস খেলেন আনিসুল। এছাড়া সাব্বির হোসেন ৬২ রান করেন। অগ্রণী ব্যাংকের এনামুল হক পান ৩টি উইকেট। 

দিনের অপর ম্যাচে সাভারের বিকেএসপির ৪ নম্বরে মাঠে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে সিটি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ১৬২ রানে অলআউট হয় লিওপার্ডস। জসিমউদ্দিন ৫২ রান ও সোহরাওয়ার্দী শুভ ৩০ রান করেন। জবাবে শাহরিয়ার কমলের অপরাজিত ৬৯ ও রাইয়ান রহমানের ৫০ রানের সুবাধে ৫ ওভার হাতে রেখেই জয় পায় সিটি ক্লাব।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

12m ago