আইপিএলে ছক্কা বাঁচাতে গিয়ে বিশ্বকাপ শেষ উইলিয়ামসনের!

প্রায় সীমানা পার হওয়া বলে লাফিয়ে উঠে ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু মাটিতে পা ফেলতে গিয়েই গেল ফসকে। ফলাফল অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট। করাতে হবে অস্ত্রোপচার। যে কারণে চলতি বছরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেই খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক!

ঘটনাটি এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচের। গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং করছিল চেন্নাই সুপার কিংস। জশুয়া লিটলের বলে ফ্লিক করে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড়। সেই বল আটকাতে গিয়ে এসিএলে চোট পান উইলিয়ামসন।

মাটিতে পা ফেলার পরই হাঁটু ধরে কাতরাতে থাকেন কিউই অধিনায়ক। বল বাউন্ডারির ভেতরে রাখলেও তা আটকাতে আর যেতে পারেননি। তখনই বোঝা যাচ্ছিল গুরুতর চোটই পেয়েছেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে। চোট এতটাই গুরুতর যে, বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি।

চোট পাওয়ার পর নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন উইলিয়ামসন। হাঁটুর চারপাশে ফোলা ভাব কমে গেলেও, অস্ত্রোপচার করাতে হবে পরবর্তী তিন সপ্তাহের মধ্যে। তাকে বিশ্বকাপে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা হতে চলেছে কিউইদের জন্য। তার অনুপস্থিতিতে আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন টম লাথাম। বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে তিনি এগিয়ে থাকতে পারেন।

'স্বাভাবিকভাবেই এই ধরনের চোট পাওয়া হতাশাজনক, কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার করা এবং পুনর্বাসন শুরু করা। এতে কিছুটা সময় লাগবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফেরার জন্য, আমি যা করতে পারি সেটাই করব,' নিজের চোট নিয়ে এমনটাই বলেছেন উইলিয়ামসন।

হতাশ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডও, 'কেন শুধু আমাদের খেলোয়াড়ই নন, ও আমাদের নেতা এবং আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা আশা করেছিলাম যে, ও হয়তো ঠিক হয়ে উঠবে। তবে এখন যা মনে হচ্ছে, এটি অসম্ভব।'

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago