সাকিব জানালেন, হারের শঙ্কা ছিল না বাংলাদেশের

ছবি: ফিরোজ আহমেদ

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেই মহাবিপাকে পড়ে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনের শেষ বিকালে স্কোরবোর্ডে ১৩ রান তুলতে হারায় ৪ উইকেট। তাতে ইনিংস ব্যবধানে জেতার সম্ভাবনা জাগে বাংলাদেশের। কিন্তু পরের দিন ঘুরে দাঁড়িয়ে পুরোটা সময় ব্যাট করে লিড নিয়ে নেয় আইরিশরা। এতে অল্প করে হলেও অঘটনের সম্ভাবনা দেখা দেয়। তবে তাদের মনে হারের কোনো শঙ্কা ছিল না বলে জানালেন স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগের দিনের ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনে বেশিক্ষণ টেকেনি সফরকারীদের ইনিংস। ইবাদত হোসেনের তোপে মাত্র ৬ রান যোগ করতে বাকি ২ উইকেট পড়ে যায়। এরপর বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৩৮ রানের লক্ষ্য। মুশফিকুর রহিমের অপরাজিত আক্রমণাত্মক ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।

তৃতীয় দিনে লরকান টাকারের সেঞ্চুরিতে আইরিশরা প্রতিরোধ গড়ে লিড পায়। তবে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিব দাবি করেন, কখনোই দুর্ভাবনায় ছিল না বাংলাদেশ, 'হারের শঙ্কা ছিল না। টেস্টে যেটা হয়, অনেক সময় থাকে কামব্যাক করার (ঘুরে দাঁড়ানোর)। ওয়ানডেতে একটু কম, টি-টোয়েন্টিতে খুবই কম। কখনোই কারো মাথায় ওরকম চিন্তা আসেনি।'

প্রতিপক্ষের লড়াকু মানসিকতাকে বাহবা দেন টাইগার টেস্ট অধিনায়ক, 'গতকাল (বৃহস্পতিবার) আয়ারল্যান্ড ভালো খেলেছে, এটা তাদের জন্য ভালো দিক। ওরা অনেক ফাইট শো (লড়াই) করেছে, (এটা) প্রথম দিকে আমরা হয়তো প্রত্যাশা করিনি। কিন্তু ওরা সংস্কৃতিগত দিক থেকেও ফাইটার (লড়াকু)। ওটাই দেখিয়েছে।'

এই ম্যাচ দিয়ে টেস্ট খেলুড়ে বাকি ১১ দলের সবকটিকে মোকাবিলা করা হয়ে গেল বাংলাদেশের। তবে প্রথম দেখায় এবারই কোনো দলের বিপক্ষে মিলল টেস্ট জয়ের স্বাদ। বাঁহাতি অলরাউন্ডার সাকিব জানান, জয়ের চাওয়া পূরণ হওয়ায় খুশি তিনি, 'আমি খেলা শুরুর আগে ভাই কিছুই চাইনি। অবশ্যই, জিততে চেয়েছি ম্যাচটা। জিততে পেরেছি, এটা নিয়েই খুশি।'

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs: information adviser

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

24m ago