৯ ম্যাচ পর ঘরের মাঠে টস জিতলেন লিটন

নিয়মিত অধিনায়ক হওয়ার পর আগের ৯টি ম্যাচই খেলেছেন ঘরের বাইরে। কোনো ম্যাচেই টস ভাগ্য সঙ্গে যায়নি লিটন দাসের। তবে অবশেষে টস জিতেছেন টাইগার অধিনায়ক। আগে ফিল্ডিং বেছে নিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
কদিন আগেই শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। সেই ম্যাচে খেলা শেষ দিনের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে বেশ তরুণ একাদশ নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের মতো সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশে এসেছে দলটি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা এবং আবরার আহমেদ।
Comments